মাহবুবুর রহমান রাজন
হুমায়ূন সাহেবের বাড়ি হিসেবে পরিচিত হলেও এটি লেখক হুমায়ূন আহমেদের বাড়ি নয় কিন্তু। বরং বাড়িটি ব্যাপকভাবে পরিচিত রোজ গার্ডেন হিসেবে।
ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের ধনী ব্যবসায়ী। তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না তাঁকে। কথিত আছে, একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগানবাড়ি বলধা গার্ডেনের এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে এসেছিলেন। এরপরই তিনি এক পেল্লায় প্রাসাদ তৈরির উদ্যোগ নেন।
সিদ্ধান্ত অনুযায়ী ১৯৩১ সালে একটি বাগানবাড়ি তৈরি করেন ঋষিকেশ দাস। বাগানে প্রচুর গোলাপগাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন। ভবনটি সেজে ওঠার আগেই ব্যবসায়ী ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান। ১৯৩৭ সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খানবাহাদুর আবদুর রশিদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হন। প্রাসাদটির নতুন নামকরণ হয় রশিদ মঞ্জিল। মৌলভি কাজী আবদুর রশিদ মারা যান ১৯৪৪ সালে। তাঁর মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান তাঁর বড় ছেলে কাজী মোহাম্মদ বশীর ওরফে হুমায়ূন সাহেব। এ কারণে ভবনটি ‘হুমায়ূন সাহেবের বাড়ি’ হিসেবে পরিচিত হয়ে ওঠে। ১৯৭০ সালে বেঙ্গল স্টুডিও ও মোশন পিকচার্স লিমিটেড রোজ গার্ডেন প্যালেসের ইজারা নেয়। ‘হারানো দিন’ নামের জনপ্রিয় চলচ্চিত্রের শুটিং এই বাড়িতে হয়েছিল।
দেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও এ ভবনের যোগাযোগ আছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলন হয় ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার টিকাটুলীর কে এম দাস লেন রোডের রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ তথা আজকের আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৮৯ সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন ঘোষণা করে। কিন্তু আদালতে মামলা করে ১৯৯৩ সালে মালিকানা স্বত্ব ফিরে পান কাজী আবদুর রশিদের মেজ ছেলে কাজী আবদুর রকীব। ১৯৯৫ সালে তিনি মারা যান। এর পর থেকে এটি তাঁর স্ত্রী লায়লা রকীবের মালিকানায় রয়েছে। ২০১৮ সালে বাংলাদেশ সরকার ভবনটি কিনে জাদুঘর বানানোর জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করে।
এসব ইতিহাসের সাক্ষী হতে যেকোনো দিন যেতে পারেন পুরান ঢাকার রোজ গার্ডেনে।
কীভাবে যাবেন
ঢাকার যেকোনো জায়গা থেকে যাত্রাবাড়ী অথবা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে রিকশায় খুব সহজেই রোজ গার্ডেনে যাওয়া যায়।
হুমায়ূন সাহেবের বাড়ি হিসেবে পরিচিত হলেও এটি লেখক হুমায়ূন আহমেদের বাড়ি নয় কিন্তু। বরং বাড়িটি ব্যাপকভাবে পরিচিত রোজ গার্ডেন হিসেবে।
ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের ধনী ব্যবসায়ী। তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না তাঁকে। কথিত আছে, একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগানবাড়ি বলধা গার্ডেনের এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে এসেছিলেন। এরপরই তিনি এক পেল্লায় প্রাসাদ তৈরির উদ্যোগ নেন।
সিদ্ধান্ত অনুযায়ী ১৯৩১ সালে একটি বাগানবাড়ি তৈরি করেন ঋষিকেশ দাস। বাগানে প্রচুর গোলাপগাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন। ভবনটি সেজে ওঠার আগেই ব্যবসায়ী ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান। ১৯৩৭ সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খানবাহাদুর আবদুর রশিদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হন। প্রাসাদটির নতুন নামকরণ হয় রশিদ মঞ্জিল। মৌলভি কাজী আবদুর রশিদ মারা যান ১৯৪৪ সালে। তাঁর মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান তাঁর বড় ছেলে কাজী মোহাম্মদ বশীর ওরফে হুমায়ূন সাহেব। এ কারণে ভবনটি ‘হুমায়ূন সাহেবের বাড়ি’ হিসেবে পরিচিত হয়ে ওঠে। ১৯৭০ সালে বেঙ্গল স্টুডিও ও মোশন পিকচার্স লিমিটেড রোজ গার্ডেন প্যালেসের ইজারা নেয়। ‘হারানো দিন’ নামের জনপ্রিয় চলচ্চিত্রের শুটিং এই বাড়িতে হয়েছিল।
দেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও এ ভবনের যোগাযোগ আছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলন হয় ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার টিকাটুলীর কে এম দাস লেন রোডের রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ তথা আজকের আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৮৯ সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন ঘোষণা করে। কিন্তু আদালতে মামলা করে ১৯৯৩ সালে মালিকানা স্বত্ব ফিরে পান কাজী আবদুর রশিদের মেজ ছেলে কাজী আবদুর রকীব। ১৯৯৫ সালে তিনি মারা যান। এর পর থেকে এটি তাঁর স্ত্রী লায়লা রকীবের মালিকানায় রয়েছে। ২০১৮ সালে বাংলাদেশ সরকার ভবনটি কিনে জাদুঘর বানানোর জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করে।
এসব ইতিহাসের সাক্ষী হতে যেকোনো দিন যেতে পারেন পুরান ঢাকার রোজ গার্ডেনে।
কীভাবে যাবেন
ঢাকার যেকোনো জায়গা থেকে যাত্রাবাড়ী অথবা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে রিকশায় খুব সহজেই রোজ গার্ডেনে যাওয়া যায়।
খেজুর অত্যন্ত পুষ্টিকর ফল। আজকাল এটি ‘সুপার ফুড’ হিসেবে পরিচিত। সারা বিশ্বে খেজুরের বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। প্রতিটির পুষ্টিগুণ কিছুটা আলাদা হলেও সব ধরনের খেজুর সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী। তবে খেজুরের গুণমান নিশ্চিত করার জন্য কিছু বিষয় জেনে রাখা গুরুত্বপূর্ণ।
১৫ ঘণ্টা আগেবলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
২ দিন আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
২ দিন আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
২ দিন আগে