কুষ্টিয়া প্রতিনিধি
রবীন্দ্র কুঠিবাড়ি
কুষ্টিয়া শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। বাগান, পুকুর, মূল ভবনসহ এই কুঠিবাড়িতে আছে ১৮টি কক্ষ। এই কক্ষগুলোয় রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য অনেক জিনিসপত্র রাখা আছে। এখানে প্রতিবছরের ২৫ বৈশাখে কবিগুরুর জন্মবার্ষিকী উদ্যাপিত হয়। গ্রীষ্মকালে এটি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আর শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক বন্ধ রোববার। প্রবেশমূল্য সাধারণভাবে ২০ টাকা। আর বিদেশি নাগরিকদের জন্য ১০০ টাকা। কুঠিবাড়ি থেকে তিন কিলোমিটার দূরে রবীন্দ্রনাথের কাছারিবাড়ি। কুষ্টিয়া শহরের মজমপুর থেকে রিকশায় কুঠিবাড়ি যেতে জনপ্রতি ৫০ এবং রিজার্ভ ভাড়া ৩০০ টাকা।
লালন শাহের মাজার
বাউলসাধক লালন শাহের মাজারটি কুমারখালী উপজেলায় হলেও কুষ্টিয়া শহরের কাছেই অবস্থিত। এখানে রয়েছে লালন শাহ ও তাঁর শিষ্যদের সমাধি। প্রতিবছর দোলপূর্ণিমা এবং কার্তিক মাসের ১ তারিখে এখানে মেলা বসে।
কুষ্টিয়ার মজমপুর বাসস্ট্যান্ড থেকে মাত্র ২০ মিনিটে লালন শাহের মাজারে যাওয়া যায়। রিকশাভাড়া জনপ্রতি ২০ থেকে ৩০ টাকা।
মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা
‘বিষাদ সিন্ধু’র রচয়িতা বিখ্যাত ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের বাড়ি কুষ্টিয়ার লাহিনীপাড়ায়। এখানে আছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি লাইব্রেরি, জাদুঘর ও অডিটরিয়াম। কুষ্টিয়া শহর থেকে রিকশায় যাওয়া যায়। ভাড়া জনপ্রতি ৩০ টাকা।
আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লি পার্ক
শিলাইদহ কুঠিবাড়ির কাছে এই পার্ক। শিক্ষানুরাগী আলাউদ্দিন আহমেদ এটি নির্মাণ করেন। এখানে আছে বিভিন্ন রকমের রাইড, কমিউনিটি সেন্টার, রেস্তোরাঁ ও থাকার ব্যবস্থা। কুষ্টিয়া শহর থেকে রিকশায় যাওয়া যায়। ভাড়া জনপ্রতি ৩০ টাকা।
ইউটিউব ভিলেজ
ইউটিউব কনটেন্ট নির্মাণের জন্য বিখ্যাত খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের নাম এখন হয়ে গেছে ইউটিউব ভিলেজ। ইউটিউব চ্যানেল থেকে আয় করা অর্থ দিয়ে এই গ্রামের সামাজিক উন্নয়নের পাশাপাশি সৌন্দর্যবর্ধন এবং বিনোদনের জন্য তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ইউটিউব পার্ক।
কুষ্টিয়ার চৌড়হাস মোড়ের বাস টার্মিনাল অথবা মোল্লাতেঘরিয়া থেকে খোকসাগামী বাসে উঠে যেতে হবে খোকসা বাসস্ট্যান্ড পর্যন্ত। সেখানে নেমে সিএনজিচালিত অটোরিকশায় যেতে হবে ইউটিউব ভিলেজ। সব মিলিয়ে ভাড়া পড়বে জনপ্রতি ১০০ টাকা। এখানে প্রবেশের মূল্য ১৫ থেকে ২০ টাকা। ইউটিউব ভিলেজে রাতে থাকার ব্যবস্থা না থাকায় সন্ধ্যার মধ্যে ফিরতে হবে কুষ্টিয়া শহরে।
ঢাকা-কুষ্টিয়া যেভাবে যাবেন
দেশের যেকোনো প্রান্ত থেকে প্রথমে যেতে হবে কুষ্টিয়া শহরে। সেখান থেকে দর্শনীয় স্থানগুলো দেখতে যেতে হবে। ঢাকা থেকে ট্রেন ও বাসে যাওয়া যায়। নন-এসি বাসের ভাড়া ৬০০ এবং এসি বাসের ভাড়া ৯০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। এ ছাড়া সুন্দরবন, বেনাপোল ও মধুমতী এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়ায় যাওয়া যায়। কমলাপুর রেলস্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ছাড়ে সকালে, মধুমতী এক্সপ্রেস বিকেলে এবং রাতে ছাড়ে বেনাপোল এক্সপ্রেস। ভাড়া শোভন চেয়ার ৪৫০, এসি ৭০০ আর কেবিন ১ হাজার ৮০ টাকা।
কোথায় থাকবেন
কুষ্টিয়ায় থাকার জন্য আছে বেশ কিছু আবাসিক হোটেল। এসব হোটেলে ৫০০ থেকে ২ হাজার টাকায় থাকা যাবে।
রবীন্দ্র কুঠিবাড়ি
কুষ্টিয়া শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। বাগান, পুকুর, মূল ভবনসহ এই কুঠিবাড়িতে আছে ১৮টি কক্ষ। এই কক্ষগুলোয় রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য অনেক জিনিসপত্র রাখা আছে। এখানে প্রতিবছরের ২৫ বৈশাখে কবিগুরুর জন্মবার্ষিকী উদ্যাপিত হয়। গ্রীষ্মকালে এটি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আর শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক বন্ধ রোববার। প্রবেশমূল্য সাধারণভাবে ২০ টাকা। আর বিদেশি নাগরিকদের জন্য ১০০ টাকা। কুঠিবাড়ি থেকে তিন কিলোমিটার দূরে রবীন্দ্রনাথের কাছারিবাড়ি। কুষ্টিয়া শহরের মজমপুর থেকে রিকশায় কুঠিবাড়ি যেতে জনপ্রতি ৫০ এবং রিজার্ভ ভাড়া ৩০০ টাকা।
লালন শাহের মাজার
বাউলসাধক লালন শাহের মাজারটি কুমারখালী উপজেলায় হলেও কুষ্টিয়া শহরের কাছেই অবস্থিত। এখানে রয়েছে লালন শাহ ও তাঁর শিষ্যদের সমাধি। প্রতিবছর দোলপূর্ণিমা এবং কার্তিক মাসের ১ তারিখে এখানে মেলা বসে।
কুষ্টিয়ার মজমপুর বাসস্ট্যান্ড থেকে মাত্র ২০ মিনিটে লালন শাহের মাজারে যাওয়া যায়। রিকশাভাড়া জনপ্রতি ২০ থেকে ৩০ টাকা।
মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা
‘বিষাদ সিন্ধু’র রচয়িতা বিখ্যাত ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের বাড়ি কুষ্টিয়ার লাহিনীপাড়ায়। এখানে আছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি লাইব্রেরি, জাদুঘর ও অডিটরিয়াম। কুষ্টিয়া শহর থেকে রিকশায় যাওয়া যায়। ভাড়া জনপ্রতি ৩০ টাকা।
আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লি পার্ক
শিলাইদহ কুঠিবাড়ির কাছে এই পার্ক। শিক্ষানুরাগী আলাউদ্দিন আহমেদ এটি নির্মাণ করেন। এখানে আছে বিভিন্ন রকমের রাইড, কমিউনিটি সেন্টার, রেস্তোরাঁ ও থাকার ব্যবস্থা। কুষ্টিয়া শহর থেকে রিকশায় যাওয়া যায়। ভাড়া জনপ্রতি ৩০ টাকা।
ইউটিউব ভিলেজ
ইউটিউব কনটেন্ট নির্মাণের জন্য বিখ্যাত খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের নাম এখন হয়ে গেছে ইউটিউব ভিলেজ। ইউটিউব চ্যানেল থেকে আয় করা অর্থ দিয়ে এই গ্রামের সামাজিক উন্নয়নের পাশাপাশি সৌন্দর্যবর্ধন এবং বিনোদনের জন্য তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ইউটিউব পার্ক।
কুষ্টিয়ার চৌড়হাস মোড়ের বাস টার্মিনাল অথবা মোল্লাতেঘরিয়া থেকে খোকসাগামী বাসে উঠে যেতে হবে খোকসা বাসস্ট্যান্ড পর্যন্ত। সেখানে নেমে সিএনজিচালিত অটোরিকশায় যেতে হবে ইউটিউব ভিলেজ। সব মিলিয়ে ভাড়া পড়বে জনপ্রতি ১০০ টাকা। এখানে প্রবেশের মূল্য ১৫ থেকে ২০ টাকা। ইউটিউব ভিলেজে রাতে থাকার ব্যবস্থা না থাকায় সন্ধ্যার মধ্যে ফিরতে হবে কুষ্টিয়া শহরে।
ঢাকা-কুষ্টিয়া যেভাবে যাবেন
দেশের যেকোনো প্রান্ত থেকে প্রথমে যেতে হবে কুষ্টিয়া শহরে। সেখান থেকে দর্শনীয় স্থানগুলো দেখতে যেতে হবে। ঢাকা থেকে ট্রেন ও বাসে যাওয়া যায়। নন-এসি বাসের ভাড়া ৬০০ এবং এসি বাসের ভাড়া ৯০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। এ ছাড়া সুন্দরবন, বেনাপোল ও মধুমতী এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়ায় যাওয়া যায়। কমলাপুর রেলস্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ছাড়ে সকালে, মধুমতী এক্সপ্রেস বিকেলে এবং রাতে ছাড়ে বেনাপোল এক্সপ্রেস। ভাড়া শোভন চেয়ার ৪৫০, এসি ৭০০ আর কেবিন ১ হাজার ৮০ টাকা।
কোথায় থাকবেন
কুষ্টিয়ায় থাকার জন্য আছে বেশ কিছু আবাসিক হোটেল। এসব হোটেলে ৫০০ থেকে ২ হাজার টাকায় থাকা যাবে।
বর্তমান সময়ে সুস্থ জীবনযাত্রার দিকে আমাদের আগ্রহ বেড়েছে। এর জন্য সবার আগে প্রয়োজন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। আমাদের সবার জানা, অতিরিক্ত চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। চিনি শুধু আমাদের ওজন বাড়ায় না এটি ডায়াবেটিস, হৃদ্রোগ এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়াতে পারে...
৬ ঘণ্টা আগেহালের সৌন্দর্যচর্চায় এখন বিশেষভাবে পরিচিতি পেয়েছে কোলাজেন শব্দটি। খাদ্যাভ্যাস হোক বা রূপচর্চা—সৌন্দর্য সচেতনেরা খোঁজেন কোলাজেন। আর কেনই বা খুঁজবেন না? এই কোলাজেনই যে ধরে রাখে তারুণ্য। ধরুন বয়স ঘড়ির কাঁটা, আর আপনি তা থমকে দিলেন, এটি কি সম্ভব? উত্তর হবে না। তবে কীভাবে ধরে রাখবেন তারুণ্য...
৮ ঘণ্টা আগেবাঘ, সিংহ, হাতি, সাম্বার হরিণ, জলহস্তী, মায়া হরিণ, চিত্রা হরিণ, জিরাফ, জেব্রা, ভালুক, নীলগাই, গয়াল, কুমিরসহ বিভিন্ন প্রাণী অবাধে ঘুরে বেড়াচ্ছে। নিরাপদে এই দৃশ্য দেখা যায় আমাদের দেশে। আর দেখতে হলে এক দিনের জন্য ঘুরে আসা যাবে গাজীপুর সাফারি পার্ক।
২ দিন আগেআধুনিকতা ও ঐতিহ্যের মিশেল ঝকমকে শহর সৌদি আরবের জেদ্দা। এ শহরে পুরোনো ইতিহাসের স্বাদ নিতে যেতে হবে আল-বালাদ। শত শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে শহরটি। সময়ের সঙ্গে আধুনিকায়নের ঢেউ এলেও এলাকাটি এখনো ধরে রেখেছে অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যশৈলীর সৌন্দর্য।
২ দিন আগে