ভ্রমণ ডেস্ক
তিন তারকা, পাঁচ তারকা আর সাত তারকার ভিড়ে অনেকে হয়তো জানেন না, বিশ্বে মাত্র একটি দশ তারকা হোটেল আছে। দুবাইয়ে। শহরটির সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় এটি অবস্থিত। হোটেলের নাম বুর্জ আল-আরব।
৩২১ মিটার উঁচুতে বুর্জ আল-আরবের প্রতি রাতের ভাড়া ১ লাখ ৬৬ হাজার টাকা থেকে শুরু। বিলাসবহুল এই হোটেলে কোনো একক কক্ষ নেই। আছে ২০২টি ডাবল স্যুট। এই স্যুটগুলোর মধ্যে সবচেয়ে ছোটটির আয়তন ১৬৯ বর্গমিটার। আর সবচেয়ে বড় স্যুটটির আয়তন ৭৮০ বর্গমিটার। সব স্যুটে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি, কম্পিউটার এবং ইন্টারনেট সুবিধা।
এই হোটেলের পরিষেবাও অত্যন্ত বিলাসবহুল। এখানে পার্কিং, পুল, লাউঞ্জ, ওয়াটার পার্ক, হট বাথ ও ইনফিনিটি পুল সুবিধা আছে। বুর্জ আল-আরবে বেবি সিটিং, স্পেশাল ডায়েট মেনু, পুলসাইড বার, হেড ম্যাসাজ, ম্যাসাজ ও স্টিম রুমও দেওয়া হয়। এ ছাড়া ব্যক্তিগত প্রশিক্ষকসহ ফিটনেস রুম, স্পা, ভিউসহ পুল ও ব্রেকফাস্ট বুফে দেওয়া হয়। আরও আছে একটি সুইম-আপ বার, রুফটপ বার, কাপল ম্যাসাজ, ফুল বডি ম্যাসাজ পারলার।
তিন তারকা, পাঁচ তারকা আর সাত তারকার ভিড়ে অনেকে হয়তো জানেন না, বিশ্বে মাত্র একটি দশ তারকা হোটেল আছে। দুবাইয়ে। শহরটির সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় এটি অবস্থিত। হোটেলের নাম বুর্জ আল-আরব।
৩২১ মিটার উঁচুতে বুর্জ আল-আরবের প্রতি রাতের ভাড়া ১ লাখ ৬৬ হাজার টাকা থেকে শুরু। বিলাসবহুল এই হোটেলে কোনো একক কক্ষ নেই। আছে ২০২টি ডাবল স্যুট। এই স্যুটগুলোর মধ্যে সবচেয়ে ছোটটির আয়তন ১৬৯ বর্গমিটার। আর সবচেয়ে বড় স্যুটটির আয়তন ৭৮০ বর্গমিটার। সব স্যুটে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি, কম্পিউটার এবং ইন্টারনেট সুবিধা।
এই হোটেলের পরিষেবাও অত্যন্ত বিলাসবহুল। এখানে পার্কিং, পুল, লাউঞ্জ, ওয়াটার পার্ক, হট বাথ ও ইনফিনিটি পুল সুবিধা আছে। বুর্জ আল-আরবে বেবি সিটিং, স্পেশাল ডায়েট মেনু, পুলসাইড বার, হেড ম্যাসাজ, ম্যাসাজ ও স্টিম রুমও দেওয়া হয়। এ ছাড়া ব্যক্তিগত প্রশিক্ষকসহ ফিটনেস রুম, স্পা, ভিউসহ পুল ও ব্রেকফাস্ট বুফে দেওয়া হয়। আরও আছে একটি সুইম-আপ বার, রুফটপ বার, কাপল ম্যাসাজ, ফুল বডি ম্যাসাজ পারলার।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
২ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
২ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
২ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
২ দিন আগে