নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধিকাংশ গুদামই হয় ভাড়া দেওয়া নয়তো বেহাত হয়ে গেছে। সার ও বীজ সংরক্ষণের জন্য এখন নিজেরাই গুদাম ভাড়া নেওয়া শুরু করেছে। সেই সঙ্গে রয়েছে ভয়াবহ জনবল সংকট।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বৈঠকে বিএডিসির কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। যাতে সংস্থার উপস্থাপিত প্রতিবেদনে গুদাম বেহাত হওয়ার পাশাপাশি জনবল সংকটের কথা বলা হয়।
বিএডিসির প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির ৪৮৫টি গুদামের মধ্যে মাত্র ১৫০টি ব্যবহার করতে পারছে। বাকি ৩৩৫টি গুদামই হয় ভাড়া দেওয়া হয়েছে নয়তো বেহাত হয়ে গেছে। এ ছাড়া সংস্থাটির অনুমোদিত ৫৪০ জন জনবলের মধ্যে শূন্যপদ রয়েছে ৩০৫ জন। সে হিসাবে ৫৬ শতাংশ জনবল সংকটে ভুগছে বিএডিসি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিএডিসির বেহাত হওয়া গুদামগুলো অবিলম্বে উদ্ধার করাসহ ইউনিয়ন/থানা পর্যায়ে খালি জায়গা অধিগ্রহণ করে বীজ/সার সংরক্ষণে নতুন গুদাম নির্মাণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি আ স ম ফিরোজ গণমাধ্যমকে বলেন, ‘তারা (বিএডিসি) নিজেদের গুদাম ভাড়া দিয়ে উল্টো গুদাম ভাড়া করে সার-বীজ সংরক্ষণ করছে। ব্যাখ্যা চাইলে বলেছে, আগে থেকেই এটা হয়ে আসছে। মন্ত্রণালয়ের তদারকির ঘাটতি ছিল বলে আমাদের মনে হয়েছে। আমরা তাদের বেহাত হওয়া গুদামগুলো উদ্ধারের প্রক্রিয়া শুরুর পাশাপাশি সরকারি অন্যান্য সংস্থা এবং বেসরকারি ব্যক্তি ও সংস্থার কাছে ভাড়া দেওয়া গুদাম দ্রুত নিজেদের দখলে নিতে বলেছি।’
প্রতিবেদনে বিএডিসির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের হাতে থাকা ১৫০টি গুদামের ধারণক্ষমতা ২ লাখ ৫৮ হাজার টন। এটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ জন্য তাঁরা সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যক্তিমালিকানার গুদাম ভাড়া করে সার-বীজ সংরক্ষণ করছেন।
বৈঠকে ৩৩৫টি গুদাম হাতছাড়া হওয়ার ব্যাখ্যা চাইলে বিএডিসির পক্ষ থেকে বলা হয়, এর বেশ কিছু গুদাম ব্যক্তির দখলে আছে। কিছু সরকারি সংস্থার দখলে আছে। কিছু সরকারি সংস্থাকে ভাড়া দেওয়া হয়েছে। আবার কিছু ভাড়া দেওয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে।
নিজেদের গুদাম ভাড়া দিয়ে কেন গুদাম ভাড়া করা হচ্ছে সে প্রশ্নও বৈঠকে তোলা হয়। তবে এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে কোনো সদুত্তর পায়নি কমিটি। পরে ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া গুদামগুলো দ্রুত দখলে নেওয়ার নির্দেশনা দেয় সংসদীয় কমিটি।
এদিকে বিএডিসি তাদের প্রতিবেদনে সার ব্যবস্থা কার্যক্রমে ৫টি চ্যালেঞ্জের কথা বলেছে। এর এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে গুদাম সংকট।
বৈঠকে বিএডিসি নতুন গুদাম নির্মাণের প্রস্তাব দেওয়া হয় বলেও জানা গেছে। এ বিষয়ে আ স ম ফিরোজ বলেন, ‘আমরা বলেছি, জমি কিনে নতুন গুদাম নির্মাণ করা যেমন সময়সাপেক্ষ তেমনি ব্যয়বহুল। এ জন্য কমিটি জরাজীর্ণ গুদাম সংস্কার করে ব্যবহার উপযোগী করার পরামর্শ দিয়েছে।’
সংসদীয় কমিটির এ বৈঠকে আরও অংশ নেন—কমিটির সদস্য মাহবুবউল আলম হানিফ, নজরুল ইসলাম, মুহিবুর রহমান মানিক এবং নাহিদ ইজাহার খান।
কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধিকাংশ গুদামই হয় ভাড়া দেওয়া নয়তো বেহাত হয়ে গেছে। সার ও বীজ সংরক্ষণের জন্য এখন নিজেরাই গুদাম ভাড়া নেওয়া শুরু করেছে। সেই সঙ্গে রয়েছে ভয়াবহ জনবল সংকট।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বৈঠকে বিএডিসির কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। যাতে সংস্থার উপস্থাপিত প্রতিবেদনে গুদাম বেহাত হওয়ার পাশাপাশি জনবল সংকটের কথা বলা হয়।
বিএডিসির প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির ৪৮৫টি গুদামের মধ্যে মাত্র ১৫০টি ব্যবহার করতে পারছে। বাকি ৩৩৫টি গুদামই হয় ভাড়া দেওয়া হয়েছে নয়তো বেহাত হয়ে গেছে। এ ছাড়া সংস্থাটির অনুমোদিত ৫৪০ জন জনবলের মধ্যে শূন্যপদ রয়েছে ৩০৫ জন। সে হিসাবে ৫৬ শতাংশ জনবল সংকটে ভুগছে বিএডিসি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিএডিসির বেহাত হওয়া গুদামগুলো অবিলম্বে উদ্ধার করাসহ ইউনিয়ন/থানা পর্যায়ে খালি জায়গা অধিগ্রহণ করে বীজ/সার সংরক্ষণে নতুন গুদাম নির্মাণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি আ স ম ফিরোজ গণমাধ্যমকে বলেন, ‘তারা (বিএডিসি) নিজেদের গুদাম ভাড়া দিয়ে উল্টো গুদাম ভাড়া করে সার-বীজ সংরক্ষণ করছে। ব্যাখ্যা চাইলে বলেছে, আগে থেকেই এটা হয়ে আসছে। মন্ত্রণালয়ের তদারকির ঘাটতি ছিল বলে আমাদের মনে হয়েছে। আমরা তাদের বেহাত হওয়া গুদামগুলো উদ্ধারের প্রক্রিয়া শুরুর পাশাপাশি সরকারি অন্যান্য সংস্থা এবং বেসরকারি ব্যক্তি ও সংস্থার কাছে ভাড়া দেওয়া গুদাম দ্রুত নিজেদের দখলে নিতে বলেছি।’
প্রতিবেদনে বিএডিসির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের হাতে থাকা ১৫০টি গুদামের ধারণক্ষমতা ২ লাখ ৫৮ হাজার টন। এটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ জন্য তাঁরা সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যক্তিমালিকানার গুদাম ভাড়া করে সার-বীজ সংরক্ষণ করছেন।
বৈঠকে ৩৩৫টি গুদাম হাতছাড়া হওয়ার ব্যাখ্যা চাইলে বিএডিসির পক্ষ থেকে বলা হয়, এর বেশ কিছু গুদাম ব্যক্তির দখলে আছে। কিছু সরকারি সংস্থার দখলে আছে। কিছু সরকারি সংস্থাকে ভাড়া দেওয়া হয়েছে। আবার কিছু ভাড়া দেওয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে।
নিজেদের গুদাম ভাড়া দিয়ে কেন গুদাম ভাড়া করা হচ্ছে সে প্রশ্নও বৈঠকে তোলা হয়। তবে এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে কোনো সদুত্তর পায়নি কমিটি। পরে ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া গুদামগুলো দ্রুত দখলে নেওয়ার নির্দেশনা দেয় সংসদীয় কমিটি।
এদিকে বিএডিসি তাদের প্রতিবেদনে সার ব্যবস্থা কার্যক্রমে ৫টি চ্যালেঞ্জের কথা বলেছে। এর এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে গুদাম সংকট।
বৈঠকে বিএডিসি নতুন গুদাম নির্মাণের প্রস্তাব দেওয়া হয় বলেও জানা গেছে। এ বিষয়ে আ স ম ফিরোজ বলেন, ‘আমরা বলেছি, জমি কিনে নতুন গুদাম নির্মাণ করা যেমন সময়সাপেক্ষ তেমনি ব্যয়বহুল। এ জন্য কমিটি জরাজীর্ণ গুদাম সংস্কার করে ব্যবহার উপযোগী করার পরামর্শ দিয়েছে।’
সংসদীয় কমিটির এ বৈঠকে আরও অংশ নেন—কমিটির সদস্য মাহবুবউল আলম হানিফ, নজরুল ইসলাম, মুহিবুর রহমান মানিক এবং নাহিদ ইজাহার খান।
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণের ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে সরকার। স্ক্যাম চক্রের প্রতারণা এড়াতে নিয়োগ যাচাই এবং সাইবার নিরাপত্তা মেনে চলার পরামর্শ।
৪৪ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৭ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৮ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৮ ঘণ্টা আগে