Ajker Patrika

রাশেদ চৌধুরীকে ফেরাতে মার্কিন সিনেট নেতার হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাশেদ চৌধুরীকে ফেরাতে মার্কিন সিনেট নেতার হস্তক্ষেপ কামনা

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনি এম এ রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরাতে সে দেশের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমারের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

ওয়াশিংটনে ৫ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের প্রভাবশালী এ নেতার প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র কংগ্রেসের বিদেশ বিষয়ক কমিটির রিপাবলিকান সদস্য স্টিভ চ্যাবটের সঙ্গে পৃথক এক বৈঠকেও একই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। দুটি বৈঠকেই বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর যুক্তরাষ্ট্র সরকার আরোপিত নিষেধাজ্ঞা তাড়াতাড়ি প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি। 

জাতীয় সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ ও নাহিম রাজ্জাক এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত