Ajker Patrika

পৌরসভায় প্রশাসক বসাতে আইন সংশোধনে মন্ত্রিসভার সায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৩: ৪৮
পৌরসভায় প্রশাসক বসাতে আইন সংশোধনে মন্ত্রিসভার সায়

দেশের পৌরসভাগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসক বসাতে আইন সংশোধনে সায় দিয়েছে মন্ত্রিসভা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভা বৈঠকে স্থানীয় সরকার (পৌরসভা), (সংশোধন) আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ভার্চুয়ালি প্রধানমন্ত্রী বৈঠকে যুক্ত ছিলেন। 

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, নির্বাচিত পৌরসভার সময়সীমা পাঁচ বছর। কিন্তু পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত আগের কমিটিই থাকছে। অনেকে মামলা করে ১৬ বছর পর্যন্ত পৌরসভার চেয়ারম্যান থেকে যাচ্ছেন। আইনে এ বিষয়ে কিছু বলা না থাকায় তাদের বিষয়ে কিছু করা যাচ্ছিল না। 

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পাঁচ বছর শেষ হলে প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন সরকারি কর্মকর্তা বা সরকার যাকে যোগ্য মনে করেন এমন ব্যক্তিকে ছয় মাসের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সংশোধিত আইন পাস হলে স্থানীয় সরকার বিভাগ পদক্ষেপ নিয়ে যেখানে জটিলতা রয়েছে সেখানে প্রশাসক বসাবে। ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ আইনও সংশোধন করা হবে।

আনোয়ারুল জানান, পৌরসভার ‘সচিব’ পদ বদলে ‘পৌর নির্বাহী কর্মকর্তা’ করা হচ্ছে। পৌরসভা করার জন্য প্রতি কিলোমিটারে দেড় হাজার মানুষ থাকতে হতো। এখন সেটা সংশোধন করে দুই হাজার মানুষ থাকার কথা প্রস্তাব করা হয়েছে। 

মন্ত্রিপরিষদ সচিব জানান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা ১২ মাসের বেশি বকেয়া থাকলে সেসব পৌরসভা বাতিল করে দেওয়া হবে বলে সংশোধিত আইনে প্রস্তাব করা হয়েছে। এখান ৮০ শতাংশ পৌরসভা নিজস্ব আয় থেকে কর্মচারীদের বেতন দিতে পারছে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত