ইইউর প্রতিনিধিদলের সঙ্গে আ.লীগের বৈঠক শনিবার দুপুরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১২: ৪০
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ২১: ২২

বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে। আগামীকাল শনিবার দুপুর ১২টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ক্ষমতাসীন দলের সঙ্গে ইইউর বৈঠক অনুষ্ঠিত হবে। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবিধান অনুযায়ী চলতি বছরে ডিসেম্বর কিংবা আগামী জানুয়ারি মাসে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচনের আগে অবস্থা পর্যবেক্ষণ করতে ১৫ দিনের সফরে বাংলাদেশে এসেছে। গত শনিবার প্রতিনিধিদলটি ঢাকায় আসে। তাদের আগামী ২৩ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করার কথা রয়েছে। এরই মধ্যে প্রতিনিধিদলটি সরকারের কয়েকজন উচ্চপর্যায়ের সদস্য, নিরাপত্তা কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেলসহ অনেকের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছে। সেখানে তারা আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলেছে বলে গণমাধ্যমকে জানান সরকারের কয়েকজন মন্ত্রী।

প্রতিনিধিদলটি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে। এরই মধ্যে তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, এবি পার্টিসহ ১৪-১৫টি নিবন্ধিত-অনিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গেছে। এরই অংশ হিসাবে কাল আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হবে। জানা গেছে, আগামীকাল শনিবার বিএনপি ও জামায়াতের সঙ্গেও তাদের বৈঠক হতে পারে। 

এদিকে গত সোমবার ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে প্রতিনিধিদলটির সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি। সেখানে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা হয় বলে জানা গেছে। বিস্তারিত আলোচনা ১৫ জুলাইয়ের বৈঠকে হবে বলে জানান দলটির আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত