নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য ১৮ গুণীজন ও ২টি সংগঠনকে শিল্পকলা পদক প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও বিকাশ সাধনের লক্ষ্যে ‘শিল্পকলা পদক’ প্রদান নীতিমালা অনুযায়ী বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিবছর ‘শিল্পকলা পদক’ পদক প্রদান করে থাকে। কিন্তু এবার করোনা মহামারির কারণে ২০১৯ এবং ২০২০ দুই বছরের পদক একসঙ্গে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
২০১৯ সালে সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও বিশেষ অবদানের কারণে জনাব মনিরুজ্জামান (যন্ত্রসংগীত), লুবনা মারিয়াম (নৃত্যকলা), হাসিনা মমতাজ (কণ্ঠসংগীত), আবদুল মান্নান (চারুকলা), মাসুদ আলী খান (নাট্যকলা), অনুপম হায়াৎ (চলচ্চিত্র), শম্ভু আচার্য (লোকসংস্কৃতি), হাসান আরিফ (আবৃত্তি), এম এ তাহেরকে (ফটোগ্রাফি) শিল্পকলা পদক প্রদান করা হবে।
২০২১ সালের শিল্পকলা পদকের জন্য নির্বাচিত হয়েছেন সামসুর রহমান (যন্ত্রসংগীত), শিবলী মোহাম্মদ (নৃত্যকলা), মাহমুদুর রহমান বেণু (কণ্ঠসংগীত), শহিদ কবীর (চারুকলা), মলয় ভৌমিক (নাট্যকলা), শফিকুল ইসলাম স্বপন (ফটোগ্রাফি), শাহ্ আলম সরকার (লোকসংস্কৃতি), ডালিয়া আহমেদ (আবৃত্তি) ও শামীম আখতার (চলচ্চিত্র)।
এ ছাড়া সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন ও সংগঠক বিভাগে ছায়ানট ও দিনাজপুর নাট্য সমিতিকে শিল্পকলা পদক প্রদান করা হবে। সুবিধামতো সময়ে পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে পদকপ্রাপ্তদের হাতে স্বর্ণের মেডেল ও এক লাখ করে টাকা প্রদান করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
ঢাকা: বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য ১৮ গুণীজন ও ২টি সংগঠনকে শিল্পকলা পদক প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও বিকাশ সাধনের লক্ষ্যে ‘শিল্পকলা পদক’ প্রদান নীতিমালা অনুযায়ী বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিবছর ‘শিল্পকলা পদক’ পদক প্রদান করে থাকে। কিন্তু এবার করোনা মহামারির কারণে ২০১৯ এবং ২০২০ দুই বছরের পদক একসঙ্গে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
২০১৯ সালে সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও বিশেষ অবদানের কারণে জনাব মনিরুজ্জামান (যন্ত্রসংগীত), লুবনা মারিয়াম (নৃত্যকলা), হাসিনা মমতাজ (কণ্ঠসংগীত), আবদুল মান্নান (চারুকলা), মাসুদ আলী খান (নাট্যকলা), অনুপম হায়াৎ (চলচ্চিত্র), শম্ভু আচার্য (লোকসংস্কৃতি), হাসান আরিফ (আবৃত্তি), এম এ তাহেরকে (ফটোগ্রাফি) শিল্পকলা পদক প্রদান করা হবে।
২০২১ সালের শিল্পকলা পদকের জন্য নির্বাচিত হয়েছেন সামসুর রহমান (যন্ত্রসংগীত), শিবলী মোহাম্মদ (নৃত্যকলা), মাহমুদুর রহমান বেণু (কণ্ঠসংগীত), শহিদ কবীর (চারুকলা), মলয় ভৌমিক (নাট্যকলা), শফিকুল ইসলাম স্বপন (ফটোগ্রাফি), শাহ্ আলম সরকার (লোকসংস্কৃতি), ডালিয়া আহমেদ (আবৃত্তি) ও শামীম আখতার (চলচ্চিত্র)।
এ ছাড়া সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন ও সংগঠক বিভাগে ছায়ানট ও দিনাজপুর নাট্য সমিতিকে শিল্পকলা পদক প্রদান করা হবে। সুবিধামতো সময়ে পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে পদকপ্রাপ্তদের হাতে স্বর্ণের মেডেল ও এক লাখ করে টাকা প্রদান করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
চলতি শিক্ষাবর্ষের দুই মাস শেষ হলেও এখনো সব বই হাতে পায়নি স্কুল শিক্ষার্থীরা। অষ্টম ও নবম শ্রেণির এবং ইবতেদায়ি পর্যায়ের কিছু বই এখনো ছাপার অপেক্ষায়। সব মিলিয়ে ৩ কোটি পাঠ্যবই ছাপা বাকি আছে, যার অধিকাংশই মাধ্যমিক পর্যায়ের। আর বিতরণ বাকি সাড়ে ৩ কোটির বেশি পাঠ্যবই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এ
২২ মিনিট আগেপ্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে পবিত্র রমজানের ছুটি। সব মিলিয়ে ৪০ দিনের মতো বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ এই ছুটিতে বাসায় পড়ার জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু তাদের হাতে এখনো সব বই পৌঁছায়নি, তাই বাড়ির পড়া নিয়ে চিন্তায় পড়েছে শিক্ষার্থীরা
২৮ মিনিট আগেসড়ক পরিবহন আইন অনুযায়ী মোটরযান মেরামত কারখানা (ওয়ার্কশপ) চালাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) লাইসেন্স থাকতে হবে। কিন্তু সারা দেশে ৩৫ হাজারের মতো এমন কারখানা চলছে ওই লাইসেন্স ছাড়াই। আইন অনুযায়ী অবৈধ এসব সারাইখানাকে বিআরটিএ লাইসেন্সের আওতায় আনার কার্যক্রম শুরু
২ ঘণ্টা আগেশিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গত শুক্রবার একাডেমিতে একটি অনুষ্ঠান চলাকালীন একাডেমির সচিবের কাছে লিখিত পদত্যাগপত্র দাখিল করেন। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। জামিল আহমেদের উল্লিখিত কারণগুলোর মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও অর্থ বিভাগের প্রতি কিছু অসত্য, বিভ্রান্তিকর তথ্য ব্যবহৃত হয়ে
৩ ঘণ্টা আগে