নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে আজ মঙ্গলবার ধানমন্ডি থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।
ডিএমপির মিন্টো রোডে তাঁকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তাঁকে আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, তা এখনো নিশ্চিত না।
ডিবির একটি সূত্র জানিয়েছে, আজ বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতার বাসাসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আনার হত্যার ঘটনায় এর আগে গ্রেপ্তার ব্যক্তিরা বেশকিছু তথ্য দিয়েছেন, তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁর সম্পৃক্ততা মিললে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে এই মামলায় ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবুকে গ্রেপ্তার করে ডিবি। তিনি বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানিয়েছে, আনার হত্যার সঙ্গে জড়িত ঝিনাইদহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের আরও অন্তত পাঁচ নেতাকে নজরদারিতে রাখা হয়েছেন। যাঁরা হত্যাকাণ্ডের পরই খবর পেয়েছিলেন, নিজেদের মধ্যে এই হত্যাকাণ্ডের ছবি চালাচালিও করেছিলেন তাঁরা। তবে তাঁরা সবাই সেই ঘটনা গোপন রেখেছিলেন। তাঁরা কেন গোপন রেখেছিলেন, তাঁদের কাছে কীভাবে ছবি এল, হত্যার পরিকল্পনার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা ছিল কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।
নজরদারিতে থাকা এসব নেতাকে দেশত্যাগ করতে নিষেধ করা হয়েছে। তাঁদের যেকোনো সময় পুলিশ জিজ্ঞাসাবাদে ডাকতে পারে।
ভারতে আনারকে হত্যার পর ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুর কাছে ছবি পাঠায় খুনিরা। কামাল আহমেদ বাবু ছাড়াও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আরও শীর্ষ দুই নেতার কাছেও সেই ছবি পাঠানো হয়। তাঁদের দুজনেরও জেলা আওয়ামী লীগে সম্পাদকীয় পদ রয়েছে। এ ছাড়া ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের একজন নেতা ও জনপ্রতিনিধি, কেন্দ্রীয় যুবলীগের এক শীর্ষ নেতা এবং কালীগঞ্জের আওয়ামী লীগের এক নেতাও নজরদারিতে রয়েছেন। তাঁরা এই হত্যার বিষয়টি জানাজানি হওয়ার আগেই জানতেন। ইতিমধ্যে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল আহমেদ বাবুকে গ্রেপ্তার করেছে ডিবি। তিনি বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন।
তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, হত্যার সঙ্গে সরাসরি জড়িত সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া এবং শিলাস্তি রহমান আদালতে হত্যার দায় স্বীকার করেন এবং ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দির তথ্য ও মোবাইল ফোনের কথোপকথনের সূত্র ধরে আওয়ামী লীগ নেতাদের নাম আসছে। এ ছাড়া আমেরিকায় পলাতক আক্তারুজ্জামান শাহীন ঘটনার আগে-পরে কার কার সঙ্গে কথা বলেছিলেন, তাঁদের বিষয়েও খোঁজখবর নিচ্ছে ডিবি। তাঁরা যাতে দেশ ত্যাগ না করতে পারেন, সে জন্য সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যায় তাঁদের সম্পৃক্ততা সঠিকভাবে মেলার পর এবং ভারতে আনারের মরদেহের ফরেনসিক হলে তাঁদের গ্রেপ্তার বা আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের পর আসামিরা সেখান থেকে কার কার কাছে ছবি ও ভিডিও শেয়ার করেছে, তা তদন্ত চলছে। ছবি দিয়ে কেউ আর্থিকভাবে লাভবান হয়েছে কি না, কাদের মাধ্যমে আর্থিক লাভবান হয়েছে—সবগুলো বিষয় তদন্ত করে বের করা হচ্ছে। এ ছাড়া এই ঘটনায় ঝিনাইদহের আরও কয়েকজন রাজনৈতিক নেতাকে নজরদারিতে রাখা হয়েছে।
হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে, অপর দুই আসামি সিয়াম ও জিহাদ ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার। গত শনিবার আক্তারুজ্জামান শাহীনের ব্যবহৃত দুটি গাড়ি রাজধানীর গুলশানের বাসা থেকে জব্দ করেছে ডিবি।
গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আনার। ১৮ মে বরাহনগর থানায় তাঁর নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলে না তিনবারের এই সংসদ সদস্যের। ২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনস নামের একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে আনার খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ।
হত্যাকাণ্ডটি কী নিয়ে, তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এই হত্যার সঙ্গে চোরাচালানের কোনো সম্পৃক্ততা নেই এবং এমপি নিজে চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন না।
তিনি বলেন, ‘চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন এমপি আনার, তা আমরা কখনোই বলিনি। আমরা সব সময় বলে এসেছি, এমপির ওই এলাকা সন্ত্রাসপূর্ণ একটি এলাকা। ওখানে সত্যিকারে কী হয়েছে, সেটা আমাদের জানতে হবে। আমরা তদন্ত করছি, তদন্তের পরে আপনাদের সবকিছু জানাব।’
এ ছাড়া কলকাতার পশ্চিমবঙ্গের সিআইডির আইজি অখিলেশ চতুর্বেদী বলেছেন, সিয়ামের তথ্যের ভিত্তিতে নিহত এমপির দেহের হাড় উদ্ধার করা হয়েছে। সেগুলোর ডিএনএ প্রোফাইল করার জন্য আদালতের অনুমতি চেয়েছেন তাঁরা।
আনারের পরিবারের ডিএনএয়ের নমুনা সংগ্রহের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘পুরো বিষয়টি কূটনৈতিকভাবে হবে। এখানে আনারের ডিএনএ হবে, এরপর এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য ডাকা হবে। তবে এ জন্য একটু সময় লাগবে।’
তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে ব্যবহৃত যন্ত্রপাতি নিউমার্কেট এলাকা থেকে কেনা হয়েছিল। সেগুলো উদ্ধার করা এখন আমার আর একটি লক্ষ্য। সিয়াম জানিয়েছে, তারা বৈদ্যুতিক করাত দিয়ে মরদেহ টুকরো টুকরো করেছে।’
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে আজ মঙ্গলবার ধানমন্ডি থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।
ডিএমপির মিন্টো রোডে তাঁকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তাঁকে আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, তা এখনো নিশ্চিত না।
ডিবির একটি সূত্র জানিয়েছে, আজ বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতার বাসাসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আনার হত্যার ঘটনায় এর আগে গ্রেপ্তার ব্যক্তিরা বেশকিছু তথ্য দিয়েছেন, তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁর সম্পৃক্ততা মিললে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে এই মামলায় ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবুকে গ্রেপ্তার করে ডিবি। তিনি বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানিয়েছে, আনার হত্যার সঙ্গে জড়িত ঝিনাইদহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের আরও অন্তত পাঁচ নেতাকে নজরদারিতে রাখা হয়েছেন। যাঁরা হত্যাকাণ্ডের পরই খবর পেয়েছিলেন, নিজেদের মধ্যে এই হত্যাকাণ্ডের ছবি চালাচালিও করেছিলেন তাঁরা। তবে তাঁরা সবাই সেই ঘটনা গোপন রেখেছিলেন। তাঁরা কেন গোপন রেখেছিলেন, তাঁদের কাছে কীভাবে ছবি এল, হত্যার পরিকল্পনার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা ছিল কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।
নজরদারিতে থাকা এসব নেতাকে দেশত্যাগ করতে নিষেধ করা হয়েছে। তাঁদের যেকোনো সময় পুলিশ জিজ্ঞাসাবাদে ডাকতে পারে।
ভারতে আনারকে হত্যার পর ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুর কাছে ছবি পাঠায় খুনিরা। কামাল আহমেদ বাবু ছাড়াও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আরও শীর্ষ দুই নেতার কাছেও সেই ছবি পাঠানো হয়। তাঁদের দুজনেরও জেলা আওয়ামী লীগে সম্পাদকীয় পদ রয়েছে। এ ছাড়া ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের একজন নেতা ও জনপ্রতিনিধি, কেন্দ্রীয় যুবলীগের এক শীর্ষ নেতা এবং কালীগঞ্জের আওয়ামী লীগের এক নেতাও নজরদারিতে রয়েছেন। তাঁরা এই হত্যার বিষয়টি জানাজানি হওয়ার আগেই জানতেন। ইতিমধ্যে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল আহমেদ বাবুকে গ্রেপ্তার করেছে ডিবি। তিনি বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন।
তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, হত্যার সঙ্গে সরাসরি জড়িত সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া এবং শিলাস্তি রহমান আদালতে হত্যার দায় স্বীকার করেন এবং ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দির তথ্য ও মোবাইল ফোনের কথোপকথনের সূত্র ধরে আওয়ামী লীগ নেতাদের নাম আসছে। এ ছাড়া আমেরিকায় পলাতক আক্তারুজ্জামান শাহীন ঘটনার আগে-পরে কার কার সঙ্গে কথা বলেছিলেন, তাঁদের বিষয়েও খোঁজখবর নিচ্ছে ডিবি। তাঁরা যাতে দেশ ত্যাগ না করতে পারেন, সে জন্য সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যায় তাঁদের সম্পৃক্ততা সঠিকভাবে মেলার পর এবং ভারতে আনারের মরদেহের ফরেনসিক হলে তাঁদের গ্রেপ্তার বা আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের পর আসামিরা সেখান থেকে কার কার কাছে ছবি ও ভিডিও শেয়ার করেছে, তা তদন্ত চলছে। ছবি দিয়ে কেউ আর্থিকভাবে লাভবান হয়েছে কি না, কাদের মাধ্যমে আর্থিক লাভবান হয়েছে—সবগুলো বিষয় তদন্ত করে বের করা হচ্ছে। এ ছাড়া এই ঘটনায় ঝিনাইদহের আরও কয়েকজন রাজনৈতিক নেতাকে নজরদারিতে রাখা হয়েছে।
হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে, অপর দুই আসামি সিয়াম ও জিহাদ ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার। গত শনিবার আক্তারুজ্জামান শাহীনের ব্যবহৃত দুটি গাড়ি রাজধানীর গুলশানের বাসা থেকে জব্দ করেছে ডিবি।
গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আনার। ১৮ মে বরাহনগর থানায় তাঁর নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলে না তিনবারের এই সংসদ সদস্যের। ২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনস নামের একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে আনার খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ।
হত্যাকাণ্ডটি কী নিয়ে, তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এই হত্যার সঙ্গে চোরাচালানের কোনো সম্পৃক্ততা নেই এবং এমপি নিজে চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন না।
তিনি বলেন, ‘চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন এমপি আনার, তা আমরা কখনোই বলিনি। আমরা সব সময় বলে এসেছি, এমপির ওই এলাকা সন্ত্রাসপূর্ণ একটি এলাকা। ওখানে সত্যিকারে কী হয়েছে, সেটা আমাদের জানতে হবে। আমরা তদন্ত করছি, তদন্তের পরে আপনাদের সবকিছু জানাব।’
এ ছাড়া কলকাতার পশ্চিমবঙ্গের সিআইডির আইজি অখিলেশ চতুর্বেদী বলেছেন, সিয়ামের তথ্যের ভিত্তিতে নিহত এমপির দেহের হাড় উদ্ধার করা হয়েছে। সেগুলোর ডিএনএ প্রোফাইল করার জন্য আদালতের অনুমতি চেয়েছেন তাঁরা।
আনারের পরিবারের ডিএনএয়ের নমুনা সংগ্রহের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘পুরো বিষয়টি কূটনৈতিকভাবে হবে। এখানে আনারের ডিএনএ হবে, এরপর এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য ডাকা হবে। তবে এ জন্য একটু সময় লাগবে।’
তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে ব্যবহৃত যন্ত্রপাতি নিউমার্কেট এলাকা থেকে কেনা হয়েছিল। সেগুলো উদ্ধার করা এখন আমার আর একটি লক্ষ্য। সিয়াম জানিয়েছে, তারা বৈদ্যুতিক করাত দিয়ে মরদেহ টুকরো টুকরো করেছে।’
যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ: গণতন্ত্র ও মানবাধিকার সংকট’ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, ৫ আগস্ট দেশত্যাগ না করলে বিক্ষুব্ধ জনতার সহিংসতার শিকার হতে পারতেন হাসিনা। বিস্তারিত জানুন এই
৯ মিনিট আগেদেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
১১ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১২ ঘণ্টা আগে