নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্দোলনকারীদের ওপর হামলা করা তালিকাভুক্ত ২২ ব্যক্তিকে সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। তবে এর বাইরে সীমান্ত দিয়ে বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতা-কর্মী পালিয়েছেন। কিন্তু তাঁরা কীভাবে সীমান্ত পাড়ি দিয়েছেন, সে বিষয়ে জানে না বিজিবি। বাহিনীটি বলছে, সীমান্ত দিয়ে পালিয়ে গেলে সব দায় শুধু তাদের হবে কেন?
আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, দেশ থেকে পালানোর ঘটনায় বিজিবির দায় আছে। তবে শুধু কী বিজিবিই দায়বদ্ধ?
তবে বিজিবি জানিয়েছে, কোন সীমান্ত দিয়ে কে পালিয়েছেন তা অবশ্যই তদন্ত করা হবে। এ তদন্তে কোন বিওপির আওতাভুক্ত সীমান্ত এলাকা দিয়ে তাঁরা পালিয়েছেন, তা তদন্ত করা হচ্ছে।
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘গত ৬ আগস্ট থেকে সব গণমাধ্যমে যে স্ক্রল দেখেছেন, সীমান্ত পথে পালানো রোধে বিজিবিকে সহায়তা করুন, এই নির্দেশনা কেউ বিজিবিকে দেয়নি। নিজ উদ্যোগে করেছি। তখন থেকে আমরা চেষ্টা করছি। তথ্য দেওয়ার যেসব সংস্থা আছে, তারাও যদি তথ্য দেয়, তাহলে কাজটা সহজ হয়।’
আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘সবাই কি পালিয়ে গেছে? আমার মনে হয় না। জনবহুল এই দেশে কেউ কেউ আত্মগোপনে আছেন। মাদক কারবারি বদিকে ধরার জন্য বেশ কটি অভিযান পরিচালনা করেছে বিজিবি। শোনা গেল তিনি ট্রলারে করে মিয়ানমার গেছেন। কিন্তু গ্রেপ্তার হলেন সীতাকুণ্ড থেকে। এ রকম একদিকে যাওয়ার আওয়াজ দিয়ে অন্যদিক থেকে পালানোর চেষ্টা করছেন অনেকে।’
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের কাছেও তথ্য থাকে। বিজিবিকে জানান আপনারা। আমরা ব্যবস্থা নেব। আমরা পালানো রোধে বদ্ধপরিকর।’
আন্দোলনকারীদের ওপর হামলা করা তালিকাভুক্ত ২২ ব্যক্তিকে সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। তবে এর বাইরে সীমান্ত দিয়ে বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতা-কর্মী পালিয়েছেন। কিন্তু তাঁরা কীভাবে সীমান্ত পাড়ি দিয়েছেন, সে বিষয়ে জানে না বিজিবি। বাহিনীটি বলছে, সীমান্ত দিয়ে পালিয়ে গেলে সব দায় শুধু তাদের হবে কেন?
আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, দেশ থেকে পালানোর ঘটনায় বিজিবির দায় আছে। তবে শুধু কী বিজিবিই দায়বদ্ধ?
তবে বিজিবি জানিয়েছে, কোন সীমান্ত দিয়ে কে পালিয়েছেন তা অবশ্যই তদন্ত করা হবে। এ তদন্তে কোন বিওপির আওতাভুক্ত সীমান্ত এলাকা দিয়ে তাঁরা পালিয়েছেন, তা তদন্ত করা হচ্ছে।
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘গত ৬ আগস্ট থেকে সব গণমাধ্যমে যে স্ক্রল দেখেছেন, সীমান্ত পথে পালানো রোধে বিজিবিকে সহায়তা করুন, এই নির্দেশনা কেউ বিজিবিকে দেয়নি। নিজ উদ্যোগে করেছি। তখন থেকে আমরা চেষ্টা করছি। তথ্য দেওয়ার যেসব সংস্থা আছে, তারাও যদি তথ্য দেয়, তাহলে কাজটা সহজ হয়।’
আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘সবাই কি পালিয়ে গেছে? আমার মনে হয় না। জনবহুল এই দেশে কেউ কেউ আত্মগোপনে আছেন। মাদক কারবারি বদিকে ধরার জন্য বেশ কটি অভিযান পরিচালনা করেছে বিজিবি। শোনা গেল তিনি ট্রলারে করে মিয়ানমার গেছেন। কিন্তু গ্রেপ্তার হলেন সীতাকুণ্ড থেকে। এ রকম একদিকে যাওয়ার আওয়াজ দিয়ে অন্যদিক থেকে পালানোর চেষ্টা করছেন অনেকে।’
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের কাছেও তথ্য থাকে। বিজিবিকে জানান আপনারা। আমরা ব্যবস্থা নেব। আমরা পালানো রোধে বদ্ধপরিকর।’
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৫ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৫ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৫ ঘণ্টা আগেনির্বাচন কমিশনে আড়াই মাসের শূন্যতা কাটল অবশেষে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
৬ ঘণ্টা আগে