নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্দোলনকারীদের ওপর হামলা করা তালিকাভুক্ত ২২ ব্যক্তিকে সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। তবে এর বাইরে সীমান্ত দিয়ে বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতা-কর্মী পালিয়েছেন। কিন্তু তাঁরা কীভাবে সীমান্ত পাড়ি দিয়েছেন, সে বিষয়ে জানে না বিজিবি। বাহিনীটি বলছে, সীমান্ত দিয়ে পালিয়ে গেলে সব দায় শুধু তাদের হবে কেন?
আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, দেশ থেকে পালানোর ঘটনায় বিজিবির দায় আছে। তবে শুধু কী বিজিবিই দায়বদ্ধ?
তবে বিজিবি জানিয়েছে, কোন সীমান্ত দিয়ে কে পালিয়েছেন তা অবশ্যই তদন্ত করা হবে। এ তদন্তে কোন বিওপির আওতাভুক্ত সীমান্ত এলাকা দিয়ে তাঁরা পালিয়েছেন, তা তদন্ত করা হচ্ছে।
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘গত ৬ আগস্ট থেকে সব গণমাধ্যমে যে স্ক্রল দেখেছেন, সীমান্ত পথে পালানো রোধে বিজিবিকে সহায়তা করুন, এই নির্দেশনা কেউ বিজিবিকে দেয়নি। নিজ উদ্যোগে করেছি। তখন থেকে আমরা চেষ্টা করছি। তথ্য দেওয়ার যেসব সংস্থা আছে, তারাও যদি তথ্য দেয়, তাহলে কাজটা সহজ হয়।’
আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘সবাই কি পালিয়ে গেছে? আমার মনে হয় না। জনবহুল এই দেশে কেউ কেউ আত্মগোপনে আছেন। মাদক কারবারি বদিকে ধরার জন্য বেশ কটি অভিযান পরিচালনা করেছে বিজিবি। শোনা গেল তিনি ট্রলারে করে মিয়ানমার গেছেন। কিন্তু গ্রেপ্তার হলেন সীতাকুণ্ড থেকে। এ রকম একদিকে যাওয়ার আওয়াজ দিয়ে অন্যদিক থেকে পালানোর চেষ্টা করছেন অনেকে।’
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের কাছেও তথ্য থাকে। বিজিবিকে জানান আপনারা। আমরা ব্যবস্থা নেব। আমরা পালানো রোধে বদ্ধপরিকর।’
আন্দোলনকারীদের ওপর হামলা করা তালিকাভুক্ত ২২ ব্যক্তিকে সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। তবে এর বাইরে সীমান্ত দিয়ে বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতা-কর্মী পালিয়েছেন। কিন্তু তাঁরা কীভাবে সীমান্ত পাড়ি দিয়েছেন, সে বিষয়ে জানে না বিজিবি। বাহিনীটি বলছে, সীমান্ত দিয়ে পালিয়ে গেলে সব দায় শুধু তাদের হবে কেন?
আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, দেশ থেকে পালানোর ঘটনায় বিজিবির দায় আছে। তবে শুধু কী বিজিবিই দায়বদ্ধ?
তবে বিজিবি জানিয়েছে, কোন সীমান্ত দিয়ে কে পালিয়েছেন তা অবশ্যই তদন্ত করা হবে। এ তদন্তে কোন বিওপির আওতাভুক্ত সীমান্ত এলাকা দিয়ে তাঁরা পালিয়েছেন, তা তদন্ত করা হচ্ছে।
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘গত ৬ আগস্ট থেকে সব গণমাধ্যমে যে স্ক্রল দেখেছেন, সীমান্ত পথে পালানো রোধে বিজিবিকে সহায়তা করুন, এই নির্দেশনা কেউ বিজিবিকে দেয়নি। নিজ উদ্যোগে করেছি। তখন থেকে আমরা চেষ্টা করছি। তথ্য দেওয়ার যেসব সংস্থা আছে, তারাও যদি তথ্য দেয়, তাহলে কাজটা সহজ হয়।’
আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘সবাই কি পালিয়ে গেছে? আমার মনে হয় না। জনবহুল এই দেশে কেউ কেউ আত্মগোপনে আছেন। মাদক কারবারি বদিকে ধরার জন্য বেশ কটি অভিযান পরিচালনা করেছে বিজিবি। শোনা গেল তিনি ট্রলারে করে মিয়ানমার গেছেন। কিন্তু গ্রেপ্তার হলেন সীতাকুণ্ড থেকে। এ রকম একদিকে যাওয়ার আওয়াজ দিয়ে অন্যদিক থেকে পালানোর চেষ্টা করছেন অনেকে।’
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের কাছেও তথ্য থাকে। বিজিবিকে জানান আপনারা। আমরা ব্যবস্থা নেব। আমরা পালানো রোধে বদ্ধপরিকর।’
১১ কোটি নাগরিকের এনআইডির ব্যক্তিগত তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে রাজধানীর কাফরুল থানায় দায়ের করা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
১ মিনিট আগেগঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের লক্ষ্যে বৈঠকে বসেছে ইন্দো-বাংলাদেশ যৌথ নদী কমিশনের একটি কারিগরি দল। আজ বৃহস্পতিবার কলকাতায় এই বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে দুই দেশ গঙ্গা নদীর পানি ভাগাভা
১ ঘণ্টা আগেএবার আটজন ব্যক্তিকে স্বাধীনতা পদক দেবে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ শিগগিরই সর্বোচ্চ রাষ্ট্রীয় এই পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করবে। এই তালিকায় রয়েছেন আবরার ফাহাদ। এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে, কেন তাঁকে স্বাধীনতা পদক দেওয়া হবে? এই প্রশ্নের জবাবে মুখ খুলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা
২ ঘণ্টা আগেজাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের এক সফরে আগামী ১৩ মার্চ বাংলাদেশে আসছেন। এই সময়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। এ ছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন...
৩ ঘণ্টা আগে