অনলাইন ডেস্ক
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে ক্যাডার-বহির্ভূত করার পরিকল্পনার প্রতিবাদ এবং উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতিসহ ১৫ দফা দাবি আদায়ে আন্দোলনের হুমকি দিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। সংগঠনটি দাবি পূরণে ২৯ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে। দাবি পূরণ না হলে ৩১ ডিসেম্বর থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজিব উদ্দিন।
তাজিব উদ্দিন বলেন, ‘জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষা ক্যাডার ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার-বহির্ভূত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। এ ধরনের পরিকল্পনা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬ হাজার কর্মকর্তাকে তীব্রভাবে আহত করেছে এবং উদ্বেগ-উৎকণ্ঠায় ফেলেছে। এটি রাষ্ট্রকে দীর্ঘ মেয়াদে অস্থিতিশীল করার মতো একটি পদক্ষেপ।’
তিনি আরও বলেন, ‘জনপ্রশাসন সংস্কার কমিশন বিভিন্ন ক্যাডারের মধ্যে বিদ্যমান বৈষম্য নিরসন এবং সিভিল প্রশাসনকে যুগোপযোগী করার পরিবর্তে এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা অযৌক্তিক এবং দায়িত্বহীন।’
সংগঠনটি তাদের ১৫ দফা দাবির মধ্যে উপসচিব পদে শতভাগ কোটা উন্মুক্ত করা, কর্মভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, শিক্ষায় ৬ স্তরের পদ সোপান সৃষ্টি, বদলি নীতিমালা কার্যকর, নন-ভেকেশনাল বিভাগে গবেষণা কার্যক্রম উন্নয়ন, অধ্যাপক গ্রেড তৃতীয় পর্যায়ে উন্নীত করা ইত্যাদি উল্লেখ করেছে।
সংগঠনের নেতারা বলেন, আলোচনার মাধ্যমে দাবি পূরণের জন্য সরকারকে আহ্বান জানানো হচ্ছে। তবে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকলে ৩১ ডিসেম্বর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. রুহুল কাদির, অধ্যাপক ড. খান মইনুদ্দিন আলম মাহমুদ সোহেল, অধ্যাপক সৈয়দ মইনুল হাসান, অধ্যাপক মুহাম্মদ ফাতিহুল কাদির প্রমুখ।
উল্লেখ্য, ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তাঁরা। বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্য সব ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
উপসচিবের শতভাগ পদে মেধার ভিত্তিতে পদোন্নতির দাবি জানিয়ে আসছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। এ ছাড়া সিভিল সার্ভিসের কার্যকর সেবা নিশ্চিত করতে তাঁরা কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। অর্থাৎ প্রতিটি মন্ত্রণালয়ে নিজ নিজ ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তারা পদায়িত হবেন।
কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের বক্তব্যের প্রতিবাদে আজ মঙ্গলবার সব অফিসে এক ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন করেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। আন্তক্যাডার বৈষম্য নিরসনে উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে ক্যাডার-বহির্ভূত করার পরিকল্পনার প্রতিবাদ এবং উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতিসহ ১৫ দফা দাবি আদায়ে আন্দোলনের হুমকি দিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। সংগঠনটি দাবি পূরণে ২৯ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে। দাবি পূরণ না হলে ৩১ ডিসেম্বর থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজিব উদ্দিন।
তাজিব উদ্দিন বলেন, ‘জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষা ক্যাডার ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার-বহির্ভূত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। এ ধরনের পরিকল্পনা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬ হাজার কর্মকর্তাকে তীব্রভাবে আহত করেছে এবং উদ্বেগ-উৎকণ্ঠায় ফেলেছে। এটি রাষ্ট্রকে দীর্ঘ মেয়াদে অস্থিতিশীল করার মতো একটি পদক্ষেপ।’
তিনি আরও বলেন, ‘জনপ্রশাসন সংস্কার কমিশন বিভিন্ন ক্যাডারের মধ্যে বিদ্যমান বৈষম্য নিরসন এবং সিভিল প্রশাসনকে যুগোপযোগী করার পরিবর্তে এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা অযৌক্তিক এবং দায়িত্বহীন।’
সংগঠনটি তাদের ১৫ দফা দাবির মধ্যে উপসচিব পদে শতভাগ কোটা উন্মুক্ত করা, কর্মভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, শিক্ষায় ৬ স্তরের পদ সোপান সৃষ্টি, বদলি নীতিমালা কার্যকর, নন-ভেকেশনাল বিভাগে গবেষণা কার্যক্রম উন্নয়ন, অধ্যাপক গ্রেড তৃতীয় পর্যায়ে উন্নীত করা ইত্যাদি উল্লেখ করেছে।
সংগঠনের নেতারা বলেন, আলোচনার মাধ্যমে দাবি পূরণের জন্য সরকারকে আহ্বান জানানো হচ্ছে। তবে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকলে ৩১ ডিসেম্বর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. রুহুল কাদির, অধ্যাপক ড. খান মইনুদ্দিন আলম মাহমুদ সোহেল, অধ্যাপক সৈয়দ মইনুল হাসান, অধ্যাপক মুহাম্মদ ফাতিহুল কাদির প্রমুখ।
উল্লেখ্য, ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তাঁরা। বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্য সব ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
উপসচিবের শতভাগ পদে মেধার ভিত্তিতে পদোন্নতির দাবি জানিয়ে আসছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। এ ছাড়া সিভিল সার্ভিসের কার্যকর সেবা নিশ্চিত করতে তাঁরা কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। অর্থাৎ প্রতিটি মন্ত্রণালয়ে নিজ নিজ ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তারা পদায়িত হবেন।
কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের বক্তব্যের প্রতিবাদে আজ মঙ্গলবার সব অফিসে এক ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন করেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। আন্তক্যাডার বৈষম্য নিরসনে উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সম্প্রতি চীন সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে বাণিজ্য সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। এই রাজ্যগুলোকে ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত উল্লেখ করে তাদের সমুদ্রপথে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকে ‘গার্ডিয়ান’ বলে অভিহিত করেছেন তিনি। এ নিয়ে ভারতে
৪২ মিনিট আগেচলতি সপ্তাহে রোহিঙ্গাদের জন্য ১৭ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব খাদ্য ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আমেরিকান কৃষকদের উৎপাদিত এই খাদ্য বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে জরুরি সহায়তা প্রদানের অংশ হিসেবে সরবরাহ করা হবে
১ ঘণ্টা আগেএর আগে আজ বিকেলের দিকে রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান এই দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনার ইঙ্গিত দেন।
১ ঘণ্টা আগেআশুলিয়া ও রাজধানীর চানখাঁরপুলে হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে খসড়া প্রতিবেদন পেয়েছি। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে করা গণহত্যার মামলার খসড়া প্রতিবেদন হাতে পেয়েছি। আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ হাতে পাবো। আর হাতে পাওয়া মাত্রই তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে...
২ ঘণ্টা আগে