Ajker Patrika

ব্রুনেইয়ের সুলতান ঢাকায় আসছেন ১৪ অক্টোবর

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১১: ২৫
ব্রুনেইয়ের সুলতান ঢাকায় আসছেন ১৪ অক্টোবর

ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ১৪ অক্টোবর বাংলাদেশে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামী ১৫ অক্টোবর তাঁর দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

এই সফরের সময় ব্রুনেইয়ে বাংলাদেশ থেকে কর্মী ও নাবিক পাঠানো এবং দুই দেশের মধ্যে বিমান চলাচল সুগম করার জন্য অন্তত তিনটি সমঝোতা স্মারকে স্বাক্ষরের প্রস্তুতি চলছে বলে কূটনীতিকেরা জানান।

ব্রুনেইয়ের সুলতানের সাভারে জাতীয় স্মৃতি সৌধে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের শহীদদের প্রতি এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। সুলতান বলকিয়াহ আগামী ১৬ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সম্প্রতি ব্রুনাই সফরের সময় সুলতানের সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনীতিকেরা জানান।

হাসানাল বলকিয়াহ ২০২০ সালে বাংলাদেশে আসার কর্মসূচি থাকলেও করোনা মহামারিতে তাঁর সফর স্থগিত হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ব্রুনেই সফর করেছিলেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত