কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির খবর ছড়িয়ে দেওয়ার জন্য জন কূটনীতিতে জোর দিচ্ছে সরকার। বিদেশে নামীদামি ও গ্রহণযোগ্য লোকদের মাধ্যমে সরকারের উন্নয়নের কথা প্রচারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
আজ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় এ কথা বলেন তিনি। এ সময় ২০২২ সালের কূটনীতিতে বাংলাদেশের অগ্রাধিকার ও প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির খবর ছড়িয়ে দেওয়ার জন্য জন কূটনীতিতে জোর দেওয়া হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের খবর সরকার পক্ষ থেকে বলা হচ্ছে। এ কথাটি সাধারণ মানুষও যাতে বলে তা চেষ্টা করা হচ্ছে। আর সেই সঙ্গে বিদেশে নামীদামি মানুষ, যাদের গ্রহণযোগ্যতা বেশি ও যাদের কথা মানুষ শুনে, তাদের দিয়ে এ কথাটি প্রচার করাতে চায় বাংলাদেশ।’
এ সময় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র দেওয়া নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘কয়েকটি দেশে প্রবাসীদের পরীক্ষামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ২৩ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। ফলে সব দেশে জাতীয় পরিচয়পত্র দেওয়ার সেবা চালু করা সম্ভব হবে না। ধাপে ধাপে দেওয়া হবে। যুক্তরাজ্য, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে শুরু করা হয়েছিল। করোনার কারণে তা থেমে গিয়েছে। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু তথ্য সংগ্রহ করবে।’
মধ্যপ্রাচ্যের শ্রমিক রপ্তানি নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনার মধ্যেও সেখানে শ্রমিক গিয়েছে। আমার কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে বেশ চেষ্টা করছি।’
ভারতের জাতীয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি এটা জানি না। আপনাদের কাছ থেকে খালি শুনি।’
ইন্দোনেশিয়া কয়লা রপ্তানি বন্ধ ও বাংলাদেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করলে একে আবদুল মোমেন বলেন, ‘বিষয়টি প্রথম শুনলাম।’
বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির খবর ছড়িয়ে দেওয়ার জন্য জন কূটনীতিতে জোর দিচ্ছে সরকার। বিদেশে নামীদামি ও গ্রহণযোগ্য লোকদের মাধ্যমে সরকারের উন্নয়নের কথা প্রচারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
আজ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় এ কথা বলেন তিনি। এ সময় ২০২২ সালের কূটনীতিতে বাংলাদেশের অগ্রাধিকার ও প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির খবর ছড়িয়ে দেওয়ার জন্য জন কূটনীতিতে জোর দেওয়া হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের খবর সরকার পক্ষ থেকে বলা হচ্ছে। এ কথাটি সাধারণ মানুষও যাতে বলে তা চেষ্টা করা হচ্ছে। আর সেই সঙ্গে বিদেশে নামীদামি মানুষ, যাদের গ্রহণযোগ্যতা বেশি ও যাদের কথা মানুষ শুনে, তাদের দিয়ে এ কথাটি প্রচার করাতে চায় বাংলাদেশ।’
এ সময় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র দেওয়া নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘কয়েকটি দেশে প্রবাসীদের পরীক্ষামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ২৩ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। ফলে সব দেশে জাতীয় পরিচয়পত্র দেওয়ার সেবা চালু করা সম্ভব হবে না। ধাপে ধাপে দেওয়া হবে। যুক্তরাজ্য, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে শুরু করা হয়েছিল। করোনার কারণে তা থেমে গিয়েছে। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু তথ্য সংগ্রহ করবে।’
মধ্যপ্রাচ্যের শ্রমিক রপ্তানি নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনার মধ্যেও সেখানে শ্রমিক গিয়েছে। আমার কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে বেশ চেষ্টা করছি।’
ভারতের জাতীয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি এটা জানি না। আপনাদের কাছ থেকে খালি শুনি।’
ইন্দোনেশিয়া কয়লা রপ্তানি বন্ধ ও বাংলাদেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করলে একে আবদুল মোমেন বলেন, ‘বিষয়টি প্রথম শুনলাম।’
সংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
২৪ মিনিট আগেতথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা ও বন্ধের জন্য চাপ প্রয়োগ করা আমরা সমর্থন করি না। এ ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা
৪৪ মিনিট আগেনবনিযুক্ত নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘একটি ভালো নির্বাচন করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।’ আজ সোমবার ইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন
১ ঘণ্টা আগেবিগত সরকার ক্রিমিনাল পলিটিক্যাল ইকোনমি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেছেন, ‘ক্রিমিনাল পলিটিক্যাল ইকোনমিতে নারী হয়ে পড়ল বড় ভিকটিম।
২ ঘণ্টা আগে