Ajker Patrika

বিদেশে নামীদামি মানুষকে দিয়ে সরকারের উন্নয়ন প্রচারের উদ্যোগ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বিদেশে নামীদামি মানুষকে দিয়ে সরকারের উন্নয়ন প্রচারের উদ্যোগ

বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির খবর ছড়িয়ে দেওয়ার জন্য জন কূটনীতিতে জোর দিচ্ছে সরকার। বিদেশে নামীদামি ও গ্রহণযোগ্য লোকদের মাধ্যমে সরকারের উন্নয়নের কথা প্রচারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

আজ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় এ কথা বলেন তিনি। এ সময় ২০২২ সালের কূটনীতিতে বাংলাদেশের অগ্রাধিকার ও প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। 

বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির খবর ছড়িয়ে দেওয়ার জন্য জন কূটনীতিতে জোর দেওয়া হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের খবর সরকার পক্ষ থেকে বলা হচ্ছে। এ কথাটি সাধারণ মানুষও যাতে বলে তা চেষ্টা করা হচ্ছে। আর সেই সঙ্গে বিদেশে নামীদামি মানুষ, যাদের গ্রহণযোগ্যতা বেশি ও যাদের কথা মানুষ শুনে, তাদের দিয়ে এ কথাটি প্রচার করাতে চায় বাংলাদেশ।’

এ সময় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র দেওয়া নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘কয়েকটি দেশে প্রবাসীদের পরীক্ষামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ২৩ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। ফলে সব দেশে জাতীয় পরিচয়পত্র দেওয়ার সেবা চালু করা সম্ভব হবে না। ধাপে ধাপে দেওয়া হবে। যুক্তরাজ্য, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে শুরু করা হয়েছিল। করোনার কারণে তা থেমে গিয়েছে। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু তথ্য সংগ্রহ করবে।’

মধ্যপ্রাচ্যের শ্রমিক রপ্তানি নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনার মধ্যেও সেখানে শ্রমিক গিয়েছে। আমার কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে বেশ চেষ্টা করছি।’

ভারতের জাতীয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি এটা জানি না। আপনাদের কাছ থেকে খালি শুনি।’

ইন্দোনেশিয়া কয়লা রপ্তানি বন্ধ ও বাংলাদেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করলে একে আবদুল মোমেন বলেন, ‘বিষয়টি প্রথম শুনলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল স্টারলিংক, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত