নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পণ্য বিক্রি কার্যক্রম আগামী মার্চের প্রথম দিকে শুরু হওয়ার সম্ভাবনা আছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বুধবার জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য শাহদাব আকবরের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে সরবরাহের জন্য ২০ হাজার টন চিনি, ৪০ হাজার টন মসুর ডাল, ৪ কোটি লিটার সয়াবিন তেল, ১ হাজার ১০০ টন খেজুর, ১০ হাজার টন ছোলার প্রয়োজন হবে। ইতিমধ্যে আমদানি সম্পন্ন হয়েছে। এসব পণ্য গুদামে মজুত করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবি মটর ও গম সরবরাহ করে না বলেও জানান মন্ত্রী।
সরকারদলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের ২০৩ দেশে পণ্য রপ্তানি করেছে। উল্লেখযোগ্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, পোল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, ইতালি, কানাডা, জাপান, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সংযুক্ত আরব আমিরাত, চীন, রাশিয়া, কোরিয়া, তুরস্ক ও অন্যান্য।
চীন, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, ব্রাজিল, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কোরিয়া রিপাবলিক, অস্ট্রেলিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, জার্মানি, মরক্কো, আর্জেন্টিনা, কানাডা, পাকিস্তান, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশ থেকে বাংলাদেশ পণ্য আমদানি করে বলে জানান তিনি।
কাজিম উদ্দিন আহম্মেদের আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে পৃথিবীর নানা দেশে রপ্তানি করা বিভিন্ন প্রকার খাদ্যশস্যের মধ্যে সুগন্ধি চাল অন্যতম। এ ছাড়া নানা জাতের ফলমূল, শাকসবজি বিশেষ করে আলু, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, বরবটি ইত্যাদি রপ্তানি করা হয়েছে। খাদ্যশস্য রপ্তানি থেকে চলতি অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত ৫ দশমিক ১০ লাখ মার্কিন ডলার আয় হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে কাঁচা সবজি রপ্তানি করা হয়। যুক্তরাজ্য, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, শ্রীলঙ্কা, ইতালি, সিঙ্গাপুর, কুয়েত, নেপাল, মিয়ানমার, ওমান, জার্মানি প্রভৃতি দেশে চলতি অর্থবছরের ডিসেম্বর মাস পর্যন্ত প্রধানত আলু, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, বরবটি ইত্যাদি রপ্তানি করে ৩৩ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করা হয়েছে।
সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশসমূহ ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অব ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটসের (ট্রিপস) প্রদত্ত মেধাস্বত্ব-সংক্রান্ত পণ্য উৎপাদন সুবিধা ২০৩৩ সাল পর্যন্ত ভোগ করার সুযোগ রয়েছে। বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্তরে উন্নীত হবে বিধায় ট্রিপসের চুক্তি অনুযায়ী ২০২৬ সালের পর এই সুবিধা ভোগ করতে পারবে না।
মন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে গ্র্যাজুয়েটিং এলডিসি দেশসমূহ ট্রিপসের সুবিধার মেয়াদ ৬ থেকে ৯ বছর পর্যন্ত বাড়ানোর জন্য বিশ্ব বাণিজ্য সংস্থায় আবেদন করেছে, যা বিবেচনাধীন রয়েছে। আশা করা হচ্ছে, বাংলাদেশ ২০৩৩ সাল বা তার বেশি সময় ট্রিপসের সুবিধা পাবে। বর্তমানে এ সুবিধা ভোগ করায় মেধাস্বত্ব-সংক্রান্ত পণ্য তৈরি ও বেচাকেনার জন্য কোনো রয়্যালটি দিতে হয় না। বাংলাদেশের ওষুধশিল্প খাত ট্রিপসের সুবিধা ভোগ করছে। এই সুবিধার আওতাভুক্ত হওয়ার ফলে বাংলাদেশের ওষুধ রপ্তানি দিন দিন বাড়ছে। ওষুধ রপ্তানির বাজার সম্প্রসারণের লক্ষ্যে আফ্রিকাসহ অন্যান্য সম্ভাবনাময় দেশের আন্তর্জাতিক মেলায় অংশ নিতে বাণিজ্য প্রতিনিধিদল পাঠানো অব্যাহত রয়েছে।
মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশীয় ও আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী মজুত রাখার ক্ষেত্রে ১৯৫৬ সালের দ্য কন্ট্রোল অব এসেনশিয়াল কমোডিটিস আইনের ক্ষমতাবলে সরকার সময়ে সময়ে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে খাদ্যশস্য বা খাদ্যসামগ্রী মজুতের পরিমাণ ও মেয়াদ নির্ধারণ করা হয়ে থাকে। এ আইনের ক্ষমতাবলে ২০১১ সালের ৫ মে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় খাদ্যসামগ্রী মজুতের পরিমাণ ও মেয়াদ নির্ধারণ করেছে। নির্ধারিত পরিমাণ ও সময়ের অতিরিক্ত মজুতের ক্ষেত্রে ২০১৮ সালের কৃষি বিপণন আইন ও ১৯৫৯ সালের গুদামজাতকরণ আইনে জেল ও জরিমানার বিধান রয়েছে।
সরকারদলীয় সংসদ সদস্য হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্ৰ মজুমদার বলেন, দেশের সব মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের খাদ্য ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। তবে ২০২১ সালে শুরু হওয়া বিভিন্ন সরকারি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে রেশন কার্ডের আওতায় নির্ধারিত মূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম বর্তমানে স্থগিত আছে। তবে সরকার প্রয়োজন মনে করলে তাঁদের মধ্যে ন্যায্যমূল্যে খাদ্যশস্য বিতরণের ব্যবস্থা নেবে। এ মূহূর্তে এ কার্যক্রম চালু করার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পণ্য বিক্রি কার্যক্রম আগামী মার্চের প্রথম দিকে শুরু হওয়ার সম্ভাবনা আছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বুধবার জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য শাহদাব আকবরের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে সরবরাহের জন্য ২০ হাজার টন চিনি, ৪০ হাজার টন মসুর ডাল, ৪ কোটি লিটার সয়াবিন তেল, ১ হাজার ১০০ টন খেজুর, ১০ হাজার টন ছোলার প্রয়োজন হবে। ইতিমধ্যে আমদানি সম্পন্ন হয়েছে। এসব পণ্য গুদামে মজুত করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবি মটর ও গম সরবরাহ করে না বলেও জানান মন্ত্রী।
সরকারদলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের ২০৩ দেশে পণ্য রপ্তানি করেছে। উল্লেখযোগ্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, পোল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, ইতালি, কানাডা, জাপান, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সংযুক্ত আরব আমিরাত, চীন, রাশিয়া, কোরিয়া, তুরস্ক ও অন্যান্য।
চীন, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, ব্রাজিল, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কোরিয়া রিপাবলিক, অস্ট্রেলিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, জার্মানি, মরক্কো, আর্জেন্টিনা, কানাডা, পাকিস্তান, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশ থেকে বাংলাদেশ পণ্য আমদানি করে বলে জানান তিনি।
কাজিম উদ্দিন আহম্মেদের আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে পৃথিবীর নানা দেশে রপ্তানি করা বিভিন্ন প্রকার খাদ্যশস্যের মধ্যে সুগন্ধি চাল অন্যতম। এ ছাড়া নানা জাতের ফলমূল, শাকসবজি বিশেষ করে আলু, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, বরবটি ইত্যাদি রপ্তানি করা হয়েছে। খাদ্যশস্য রপ্তানি থেকে চলতি অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত ৫ দশমিক ১০ লাখ মার্কিন ডলার আয় হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে কাঁচা সবজি রপ্তানি করা হয়। যুক্তরাজ্য, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, শ্রীলঙ্কা, ইতালি, সিঙ্গাপুর, কুয়েত, নেপাল, মিয়ানমার, ওমান, জার্মানি প্রভৃতি দেশে চলতি অর্থবছরের ডিসেম্বর মাস পর্যন্ত প্রধানত আলু, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, বরবটি ইত্যাদি রপ্তানি করে ৩৩ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করা হয়েছে।
সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশসমূহ ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অব ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটসের (ট্রিপস) প্রদত্ত মেধাস্বত্ব-সংক্রান্ত পণ্য উৎপাদন সুবিধা ২০৩৩ সাল পর্যন্ত ভোগ করার সুযোগ রয়েছে। বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্তরে উন্নীত হবে বিধায় ট্রিপসের চুক্তি অনুযায়ী ২০২৬ সালের পর এই সুবিধা ভোগ করতে পারবে না।
মন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে গ্র্যাজুয়েটিং এলডিসি দেশসমূহ ট্রিপসের সুবিধার মেয়াদ ৬ থেকে ৯ বছর পর্যন্ত বাড়ানোর জন্য বিশ্ব বাণিজ্য সংস্থায় আবেদন করেছে, যা বিবেচনাধীন রয়েছে। আশা করা হচ্ছে, বাংলাদেশ ২০৩৩ সাল বা তার বেশি সময় ট্রিপসের সুবিধা পাবে। বর্তমানে এ সুবিধা ভোগ করায় মেধাস্বত্ব-সংক্রান্ত পণ্য তৈরি ও বেচাকেনার জন্য কোনো রয়্যালটি দিতে হয় না। বাংলাদেশের ওষুধশিল্প খাত ট্রিপসের সুবিধা ভোগ করছে। এই সুবিধার আওতাভুক্ত হওয়ার ফলে বাংলাদেশের ওষুধ রপ্তানি দিন দিন বাড়ছে। ওষুধ রপ্তানির বাজার সম্প্রসারণের লক্ষ্যে আফ্রিকাসহ অন্যান্য সম্ভাবনাময় দেশের আন্তর্জাতিক মেলায় অংশ নিতে বাণিজ্য প্রতিনিধিদল পাঠানো অব্যাহত রয়েছে।
মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশীয় ও আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী মজুত রাখার ক্ষেত্রে ১৯৫৬ সালের দ্য কন্ট্রোল অব এসেনশিয়াল কমোডিটিস আইনের ক্ষমতাবলে সরকার সময়ে সময়ে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে খাদ্যশস্য বা খাদ্যসামগ্রী মজুতের পরিমাণ ও মেয়াদ নির্ধারণ করা হয়ে থাকে। এ আইনের ক্ষমতাবলে ২০১১ সালের ৫ মে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় খাদ্যসামগ্রী মজুতের পরিমাণ ও মেয়াদ নির্ধারণ করেছে। নির্ধারিত পরিমাণ ও সময়ের অতিরিক্ত মজুতের ক্ষেত্রে ২০১৮ সালের কৃষি বিপণন আইন ও ১৯৫৯ সালের গুদামজাতকরণ আইনে জেল ও জরিমানার বিধান রয়েছে।
সরকারদলীয় সংসদ সদস্য হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্ৰ মজুমদার বলেন, দেশের সব মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের খাদ্য ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। তবে ২০২১ সালে শুরু হওয়া বিভিন্ন সরকারি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে রেশন কার্ডের আওতায় নির্ধারিত মূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম বর্তমানে স্থগিত আছে। তবে সরকার প্রয়োজন মনে করলে তাঁদের মধ্যে ন্যায্যমূল্যে খাদ্যশস্য বিতরণের ব্যবস্থা নেবে। এ মূহূর্তে এ কার্যক্রম চালু করার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণের ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে সরকার। স্ক্যাম চক্রের প্রতারণা এড়াতে নিয়োগ যাচাই এবং সাইবার নিরাপত্তা মেনে চলার পরামর্শ।
২ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৮ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৯ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৯ ঘণ্টা আগে