কাপ্তাই হ্রদের পানি ছাড়া নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ

বাসস
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ২০: ২০
Thumbnail image

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে—এমন খবর ভাইরাল হয়েছে। এই গুজবে রাঙামাটিসহ কাপ্তাই বাঁধের নিম্নাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ। 

আজ শুক্রবার দুপুরে কাপ্তাই বাঁধ ও পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের সকালে মোবাইল ফোনে বাসসকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার ৩টায় কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে ফেসবুকে ভাইরাল হওয়া তথ্যটি পুরোপুরি গুজব। আমরা এই রকম কোনো সিদ্ধান্তই গ্রহণ করিনি।’ 

তিনি বলেন, ‘কাপ্তাই লেকের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট (মিন সি লেভেল)। আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানি ছিল ১০৪ দশমিক ৮৪ ফুটের কিছু বেশি। যদি পানির লেভেল ১০৮ ফুট মিন সি লেভেল ক্রস করে তখনই লেক ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে পরামর্শ করে পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কাপ্তাই লেকে পানি ধারণ ক্ষমতা ১০৯ মিন সি লেভেল।’ 

আজ শুক্রবার রাঙামাটিতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি, আবহাওয়া শুষ্ক রয়েছে। 

টানা ভারী বৃষ্টিপাত না হলে অন্তত আগামী ২৪ ঘণ্টায়ও এত পানি বৃদ্ধি পাওয়ার কোনো শঙ্কা নেই। ফলে আপাতত কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের। 

তিনি জানান, আর যদি পানি ছাড়তেই হয়; তবে অন্তত ৬ ঘণ্টা আগে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। 

এদিকে, এখনই ছাড়া হচ্ছে না কাপ্তাই হ্রদের পানি—এমনটা নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসক এবং কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন। 

তিনি বাসসকে বলেন, কাপ্তাই বাঁধে এখনো আরও পানি ধারণক্ষমতা রয়েছে। তাই এ বিষয়ে জনসাধারণকে গুজবে কান না দিয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত