অনলাইন
বাংলাদেশে আসন্ন দ্বাদশ সাধারণ নির্বাচনের আগে ঢাকায় পৌঁছেছেন ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) তিন জ্যেষ্ঠ কর্মকর্তা। তাঁরা আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক দলের অংশ হিসেবে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ প্রক্রিয়ায় অংশ নেবেন বলে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের বিশেষজ্ঞ দলসহ বিভিন্ন দেশের বিদেশি পর্যবেক্ষকেরা এখন ঢাকায় রয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেন, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ বাংলাদেশের জনগণকেই করতে হবে।
এদিকে নির্বাচনের আগে গতকাল শুক্রবার কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ১০ সদস্যের আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৫ সদস্যের কমনওয়েলথ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং।
কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ দলকে স্বাগত জানিয়ে ক্ষমতাসীন দল ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববারের নির্বাচনে ভোট দিয়ে তাঁর দলকে চতুর্থ মেয়াদে ক্ষমতায় আনার জন্য জনগণের কাছে আহ্বান জানান। জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, ‘আজ আমি নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে আপনাদের সামনে হাজির হয়েছি। আবার সরকার গঠন করলে ভুল শোধরাবার সুযোগ পাব।’
উন্নয়নকে টেকসই করতে, জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করতে এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে আরও পাঁচ বছরের জন্য আওয়ামী লীগকে নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আরেকবার সরকার গঠন করতে পারলে আমাদের গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়ন করে আপনাদের জীবনমান আরও উন্নত করার সুযোগ পাব।’
আসন্ন নির্বাচনে প্রায় ৩০টি দেশের প্রতিনিধি এবং ১৮০ জন বিদেশি পর্যবেক্ষক থাকবেন। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশে আসন্ন দ্বাদশ সাধারণ নির্বাচনের আগে ঢাকায় পৌঁছেছেন ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) তিন জ্যেষ্ঠ কর্মকর্তা। তাঁরা আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক দলের অংশ হিসেবে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ প্রক্রিয়ায় অংশ নেবেন বলে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের বিশেষজ্ঞ দলসহ বিভিন্ন দেশের বিদেশি পর্যবেক্ষকেরা এখন ঢাকায় রয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেন, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ বাংলাদেশের জনগণকেই করতে হবে।
এদিকে নির্বাচনের আগে গতকাল শুক্রবার কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ১০ সদস্যের আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৫ সদস্যের কমনওয়েলথ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং।
কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ দলকে স্বাগত জানিয়ে ক্ষমতাসীন দল ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববারের নির্বাচনে ভোট দিয়ে তাঁর দলকে চতুর্থ মেয়াদে ক্ষমতায় আনার জন্য জনগণের কাছে আহ্বান জানান। জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, ‘আজ আমি নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে আপনাদের সামনে হাজির হয়েছি। আবার সরকার গঠন করলে ভুল শোধরাবার সুযোগ পাব।’
উন্নয়নকে টেকসই করতে, জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করতে এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে আরও পাঁচ বছরের জন্য আওয়ামী লীগকে নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আরেকবার সরকার গঠন করতে পারলে আমাদের গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়ন করে আপনাদের জীবনমান আরও উন্নত করার সুযোগ পাব।’
আসন্ন নির্বাচনে প্রায় ৩০টি দেশের প্রতিনিধি এবং ১৮০ জন বিদেশি পর্যবেক্ষক থাকবেন। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা–সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁদের প্রেস মিনিস্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
৪ মিনিট আগেবিগত সময়ে বঞ্চিত হওয়া অতিরিক্ত সচিবদের গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে চাকরি থেকে বিদায় করবে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান...
২ ঘণ্টা আগেসরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। চলতি বছরের সম্পদ বিবরণী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তা জমা দেওয়া যাবে...
২ ঘণ্টা আগেপাঁচটি বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জনসহ মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
৩ ঘণ্টা আগে