নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ রোববার ভোর ৪টার দিকে আরিফ সোহেলকে তাঁর ভাড়া বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। আরিফের ছোট বোন উম্মে খায়ের ঈদি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
আরিফ সোহেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নুসরাত তাবাসসুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলেরও সমন্বয়কের দায়িত্বে ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘নুসরাত আপু মিরপুরের রূপনগরে এক আত্মীয়র বাসায় ছিলেন। আজ ভোরে তুলে নেওয়া হয়েছে।’
এর আগে দুই দিনে পাঁচ সমন্বয়ককে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। এর মধ্যে গতকাল শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
গত শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যায় ডিবি। নিরাপত্তার কারণে হেফাজতে নেওয়া হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ।
তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ নিয়ে মোট সাতজন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়ার খবর পাওয়া গেল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুসরাত তাবাসুম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি তুলে আনার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ আজকের পত্রিকাকে বলেন, এর আগে সমন্বয়কদের যে কারণে হেফাজতে নেওয়া হয়েছিল, তাঁদেরও সেই একই কারণে হেফাজতে নেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ রোববার ভোর ৪টার দিকে আরিফ সোহেলকে তাঁর ভাড়া বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। আরিফের ছোট বোন উম্মে খায়ের ঈদি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
আরিফ সোহেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নুসরাত তাবাসসুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলেরও সমন্বয়কের দায়িত্বে ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘নুসরাত আপু মিরপুরের রূপনগরে এক আত্মীয়র বাসায় ছিলেন। আজ ভোরে তুলে নেওয়া হয়েছে।’
এর আগে দুই দিনে পাঁচ সমন্বয়ককে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। এর মধ্যে গতকাল শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
গত শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যায় ডিবি। নিরাপত্তার কারণে হেফাজতে নেওয়া হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ।
তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ নিয়ে মোট সাতজন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়ার খবর পাওয়া গেল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুসরাত তাবাসুম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি তুলে আনার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ আজকের পত্রিকাকে বলেন, এর আগে সমন্বয়কদের যে কারণে হেফাজতে নেওয়া হয়েছিল, তাঁদেরও সেই একই কারণে হেফাজতে নেওয়া হয়েছে।
দায়িত্ব পালনকালে কোনো বেতন-ভাতা নেননি উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘এই দায়িত্ব পালনকালে আমি ফাউন্ডেশন থেকে কোনো বেতন বা সম্মানী নেইনি। ৩১ ডিসেম্বর পর্যন্ত ভেরিফায়েড ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে আর্থিক সহযোগিতা করা হয়। পাশাপাশি প্রায় ১১ হাজার ভেরিফাইড আহতের মধ্যে প্রায় ২ হাজার জনকে
১ ঘণ্টা আগেদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সবখানে চেয়ার পরিবর্তনের ধারা চলছে তা থেকে বাদ পড়েনি ব্যবসায়ীদের এই সংগঠনটিও। রাজনৈতিক কারণে সদস্যদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে...
৪ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর জাতীয় সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়ে হাজারো মানুষ। এ সময় গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় স্থাপনায় লুটপাট চালায় সুযোগসন্ধানীরা। তারা অধিবেশনকক্ষের কনফারেন্স সিস্টেম (মাইক), লাইটসহ আসবাব লুট করে নিয়ে যায়। লুটপাট করে স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপদে
৪ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশের জন্য রাশিয়া থেকে কেনা দুটি হেলিকপ্টারের সরবরাহ স্থগিত করা হয়েছে। হেলিকপ্টার দুটি নির্মাণকারী প্রতিষ্ঠানের ওপর (জেএসসি রাশিয়ান হেলিকপ্টারস) মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার...
৪ ঘণ্টা আগে