Ajker Patrika

তৌহিদ–জয়শংকর বৈঠক: গঙ্গা চুক্তি নবায়নের আলোচনায় তাগাদা বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ০০
ওমানের মাসকটে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক। ছবি: সংগৃহীত
ওমানের মাসকটে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক। ছবি: সংগৃহীত

ভারতে যা গঙ্গা নদী তা পদ্মা নামে বয়ে চলেছে বাংলাদেশে। শুষ্ক মৌসুমে অভিন্ন এই নদীর পানি ভাগাভাগির বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি আছে। ত্রিশ বছরের জন্য করা চুক্তির মেয়াদ আগামী বছর (২০২৬) ১১ ডিসেম্বর শেষ হবে। চুক্তিটি নবায়নের বিষয়ে আলোচনা শুরুর জন্য ভারতকে তাগিদ দিয়েছে বাংলাদেশ।

আজ রোববার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে এ তাগিদ দেন। ওমানের রাজধানী মাসকটে ভারত মহাসাগরীয় অষ্টম সম্মেলনের পাশাপাশি তাঁরা এ বৈঠকটি করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈঠকের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, আলোচনায় গঙ্গা পানি চুক্তি নবায়নের আলোচনা শুরুর গুরুত্বের ওপর পররাষ্ট্র উপদেষ্টা জোর দেন।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া গঙ্গা পানি চুক্তি সই করেন। ভারতের পশ্চিমবঙ্গে তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু চুক্তিটি সইয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কূটনৈতিক একটি সূত্র জানায়, বিশ মিনিট স্থায়ী এ বৈঠকে তৌহিদ হোসেন ও জয়শঙ্কর দুই প্রতিবেশী দেশ যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে তা নিয়ে কথা বলেন। তাঁরা পরস্পরের উদ্বেগ ও স্বার্থের বিভিন্ন দিক বিবেচনায় রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে সম্মত হন।

উপদেষ্টা দক্ষিণ এশিয়া সহযোগিতা সংস্থার (সার্ক) স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠানের বিষয়টি বিবেচনার জন্যও ভারতকে অনুরোধ করেন। আট জাতির আঞ্চলিক সংস্থা সার্কের পররাষ্ট্রসচিবেরা এ কমিটির সদস্য।

তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের ছবি যুক্ত করে করা এক এক্স–পোস্টে জয়শঙ্কর বলেন, তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক সংস্থা বিমসটেক বিষয়ে কথা হয়েছে।

আগামী মঙ্গলবার থেকে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফ–এর মহাপরিচালক পর্যায়ে ভারতে তিন দিন ব্যাপী যে বৈঠক শুরু হচ্ছে, সে বিষয়েও তাঁরা কথা বলেন। তাঁরা আশা প্রকাশ করেন, সীমান্তের বিভিন্ন বিষয় দুই কর্মকর্তা আলোচনার মাধ্যমে সমাধানে সক্ষম হবেন।

ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে ‘পদত্যাগ করে’ শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এ নিয়ে দ্বিতীয়বার কথা হলো। এর আগে গত সেপ্টেম্বরে তাঁরা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি সংক্ষিপ্ত বৈঠক করেন।

পররাষ্ট্র উপদেষ্টা আজ ভারত মহাসাগরীয় অষ্টম সম্মেলনেও বক্তৃতা করেন। ব্রুনাইয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভিয়েতনাম ও তানজানিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীগণ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

বাংলাদেশে-ভারত সম্পর্কের অবনতিতে দায়ী মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত