কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার সুপারিশ করবে সংস্কার কমিশন

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮: ০৫
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮: ০৬

নতুন দুটি বিভাগ করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। এর জন্য ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামের বিভাগের মানচিত্রেও কিছু পরিবর্তন আসতে পারে।

সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এবং এই কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জনপ্রশাসন সচিব বলেন, কমিশনের প্রধান সুপারিশগুলোর মধ্যে একটি হচ্ছে— ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করা হোক। ওই এলাকার দাবির পরিপ্রেক্ষিতে আমরা দুটি বিভাগ করার পরামর্শ দিচ্ছি। এই দুটি বিভাগ করতে গেলে দুই একটা জেলা এই বিভাগ থেকে ওই বিভাগে দিতে হবে। সেটা আমরা ম্যাপ করে দিয়েছি। একটি ম্যাপ দেখলেই বোঝা যাবে ১০টি বিভাগে কোন জেলাকে কোন জায়গায় দেওয়া হয়েছে।

নতুন দুই বিভাগ করতে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোকে এদিক–সেদিক করার সুপারিশ করবে কমিশন।

এ ছাড়া সরকারের উপসচিব এবং যুগ্ম সচিব পদে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে পরীক্ষা নিয়ে পদোন্নতি দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। একই সঙ্গে সব ধরনের পুরিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার সুপারিশ করবেন তাঁরা।

এ ছাড়া শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত করে এই ক্যাডারের কর্মকর্তাদের আলাদা সার্ভিসের অধীনে নেওয়া, কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা এবং জাতীয় সংসদ নির্বাচনের দিন ইউনিয়ন পরিষদ নির্বাচন করার সুপারিশ করবে এই কমিশন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত