নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা সংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে ছয়জন নিহত এবং ৫–১৬ জুলাই সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্ত করবে বিচার বিভাগীয় কমিশন।
আজ বুধবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামান।
বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার বিভাগ) মো. মাহমুদুল হোসাইন খান, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মোহা. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে, চলমান কোটা সংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে ছয়জন নিহত হওয়া এবং সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানকে দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়। ১৮ জুলাই মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশন গঠনের বিষয়টি জানানো হয়। কমিশনকে ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এ ছাড়া কমিশনকে মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার ইউনিটকে সাচিবিক সহায়তা করতে বলা হয়।
আজ বৈঠক শেষে বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামান বলেন, ‘১৬ জুলাই ৬ জনের মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং ৫–১৬ জুলাই সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্যাদি প্রমাণসহ ৬ আগস্টের মধ্যে সরাসরি বা ডাকযোগে বা ইমেইলে কমিশনের কাছে পাঠানো যাবে। কমিশন এরই মধ্যে তার কার্যক্রম শুরু করেছে। তারই আলোকে প্রথম বৈঠক হয়েছে। আমরা বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যাদি আহ্বান করব। সেটা কি পদ্ধতিতে হবে— তা গণবিজ্ঞপ্তিতে জানানো হবে।’
১৬ জুলাইয়ের পরবর্তী ঘটনার বিষয়ে জানতে চাইলে বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামান বলেন, ‘পরবর্তী ঘটনা প্রজ্ঞাপনের পরে হয়েছে। সুতরাং এখনো পর্যন্ত ৬ জনের বিষয়েই বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই ঢাকার বাইরের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া হবে বলে জানান তিনি।’
কোটা সংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে ছয়জন নিহত এবং ৫–১৬ জুলাই সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্ত করবে বিচার বিভাগীয় কমিশন।
আজ বুধবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামান।
বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার বিভাগ) মো. মাহমুদুল হোসাইন খান, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মোহা. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে, চলমান কোটা সংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে ছয়জন নিহত হওয়া এবং সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানকে দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়। ১৮ জুলাই মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশন গঠনের বিষয়টি জানানো হয়। কমিশনকে ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এ ছাড়া কমিশনকে মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার ইউনিটকে সাচিবিক সহায়তা করতে বলা হয়।
আজ বৈঠক শেষে বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামান বলেন, ‘১৬ জুলাই ৬ জনের মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং ৫–১৬ জুলাই সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্যাদি প্রমাণসহ ৬ আগস্টের মধ্যে সরাসরি বা ডাকযোগে বা ইমেইলে কমিশনের কাছে পাঠানো যাবে। কমিশন এরই মধ্যে তার কার্যক্রম শুরু করেছে। তারই আলোকে প্রথম বৈঠক হয়েছে। আমরা বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যাদি আহ্বান করব। সেটা কি পদ্ধতিতে হবে— তা গণবিজ্ঞপ্তিতে জানানো হবে।’
১৬ জুলাইয়ের পরবর্তী ঘটনার বিষয়ে জানতে চাইলে বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামান বলেন, ‘পরবর্তী ঘটনা প্রজ্ঞাপনের পরে হয়েছে। সুতরাং এখনো পর্যন্ত ৬ জনের বিষয়েই বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই ঢাকার বাইরের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া হবে বলে জানান তিনি।’
হেফাজতের আন্দোলনের সময় ২০১৩ সালের ৫ মে পুলিশের গুলিতে নিহত বুয়েট ছাত্র রেহান আহসান নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে রেহানের মা এই অভিযোগ দায়ের করেন।
১ ঘণ্টা আগেসিভিল সোসাইটির সদস্যদের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সংবিধান সংস্কার বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় ৬ জন নেতৃস্থানীয় ব্যক্তি অংশগ্রহণ করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশকে টুনা মাছ আহরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালদ্বীপের হাইকমিশনারের শিউনিন রশীদ। আজ রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
১ ঘণ্টা আগেভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সাংবাদিক ফয়সাল মাহমুদকে নয়া দিল্লিতে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। আগামী দুই বছরের জন্য তাঁদের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া
২ ঘণ্টা আগে