রাষ্ট্রপতির সঙ্গে ২২ বিচারপতির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯: ৫২
Thumbnail image
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২২ জন বিচারপতি। ছবি: সংগৃহীত

হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২২ জন বিচারপতি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর রাষ্ট্রপতির সঙ্গে তাঁদের এটিই প্রথম সৌজন্য সাক্ষাৎ।

সাক্ষাৎকালে হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চতর আদালতে বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন। রাষ্ট্রপতি বিচারপতিদের বিচার সেবার মানোন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান। এ সময় বিচারপতিরাও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেতন আছেন মর্মে রাষ্ট্রপতিকে অবগত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত