Ajker Patrika

এমপি আনার হত্যা: কলকাতার খাল থেকে লাশ বহনের ব্যাগ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কলকাতা সংবাদদাতা
আপডেট : ২৫ মে ২০২৪, ০০: ৩৫
এমপি আনার হত্যা: কলকাতার খাল থেকে লাশ বহনের ব্যাগ উদ্ধার

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার পর মরদেহ টুকরো করতে মুম্বাই থেকে কসাই জিহাদ হাওলাদারকে কলকাতায় আনা হয়। তিনিই মরদেহের হাড়-মাংস আলাদা করে টুকরো টুকরো করেন। তাঁকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গতকাল তাঁকে নিয়েই অভিযান চালানো হয়। 

এ সময় কলকাতার একটি খাল থেকে পচা-দুর্গন্ধযুক্ত একটি ব্যাগ উদ্ধার করা হয়। তবে ব্যাগে মরদেহের কোনো অংশ ছিল কি না, তা নিশ্চিত নয়।
জিহাদকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় বলে কলকাতা সিআইডির পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) জানানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাঁর ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পশ্চিমবঙ্গের বারাসাতের আদালত। একই দিন এই হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার তিনজনের ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই তিনজন হলেন আমানুল্লাহ ওরফে শিমুল ভূইয়া, শিলাস্তি রহমান ও তানভীর ভূঁইয়া।

ডিবির একটি সূত্র বলেছে, বাবাকে অপহরণের পর গুম করার অভিযোগ এনে আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন গত বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। ওই তিনজনকে এই মামলায় গত বৃহস্পতিবার গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে বুধবারই তাঁদের আটক করা হয়।

ডিবি সূত্র বলেছে, কসাই জিহাদ বাংলাদেশি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে অবৈধভাবে বসবাস করছেন। সেখানে একটি গোশতের দোকানে কাজ করতেন তিনি। সংসদ সদস্যকে হত্যার দুই মাস আগে তাঁকে কলকাতায় আনা হয়। তাঁর সব খরচ বহন করেছেন হত্যার পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী আক্তারুজ্জামান শাহীন। কলকাতা সিআইডির দেওয়া এসব তথ্য ঢাকায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করছে ডিবি।

ডিবি জানিয়েছে, কসাই জিহাদের গ্রামের বাড়ি খুলনার দীঘলিয়ায়। তাঁর বাবার নাম জয়নাল হাওলাদার। খুলনায় মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তিন বছর আগে তিনি অবৈধভাবে ভারতে যান। কিছুদিন কলকাতায় থাকার পর মুম্বাইয়ে গিয়ে গোশতের দোকানে কাজ নেন। থাকতেন বস্তিতে। তাঁর সঙ্গে বাংলাদেশি অপরাধীদের যোগাযোগ ছিল।

ডিবির একটি সূত্র বলেছে, মরদেহ খণ্ড খণ্ড করা কোনো সাধারণ খুনির পক্ষে সম্ভব নয়। তাই জিহাদকে মুম্বাই থেকে আগেই আনা হয়েছে। মরদেহ কীভাবে টুকরো করা হবে, কোথায় কীভাবে ফেলা হবে—সবকিছুই আগে মহড়া দিয়েছে খুনিরা। যে যে কাজে দক্ষ, তাকে সে কাজই দেওয়া হয়েছে। কসাই জিহাদকে দেহ বিকৃত করার দায়িত্ব দেওয়া হয়। জিহাদ মরদেহের মুখমণ্ডলের চামড়া তুলে ফেলেন। এরপর মরদেহের টুকরোগুলো ময়লার পলিথিনে ভরে ট্রলিব্যাগে তোলা হয়।

ডিবি সূত্র আরও বলেছে, জিহাদের বিরুদ্ধে খুন, অপহরণ, তথ্য নষ্ট করা, ভুল তথ্য দেওয়া এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে কলকাতার সিআইডি। বারাসাত আদালত তাঁর ১২ দিনের রিমান্ড মঞ্জুরের পর তাঁকে নিয়ে মরদেহ উদ্ধারে অভিযানে নামে কলকাতার পুলিশ। গতকাল পশ্চিমবঙ্গের সিআইডি জিহাদকে নিয়ে একাধিক জায়গায় অভিযান চালায়। এ সময় কলকাতার ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খালের পাড় থেকে পচা-দুর্গন্ধযুক্ত একটি ব্যাগ উদ্ধার করেছে সিআইডি। তবে ব্যাগে মরদেহের কোনো অংশ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত নয়। ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানোর উদ্যোগ নিয়েছে পুলিশ। সংসদ সদস্যের মরদেহ খুঁজতে ড্রোন ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ডুবুরি নামানো হয় খালে। আজ শনিবার সকালে আবার ওই সব এলাকায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কলকাতা সিআইডির কর্মকর্তারা।

এদিকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী আক্তারুজ্জামান শাহীনের কলকাতায় আরও একটি ভাড়া ফ্ল্যাটের সন্ধান পেয়েছে ভারতের পুলিশ। চায়না পার্কের ফ্ল্যাটটি ২০১৮ সালে ভাড়া নিয়েছিলেন তিনি।

ডিএমপির গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদ বলেছেন, ‘মরদেহ উদ্ধারের বিষয়ে দ্রুত খবর পাওয়া যাবে বলে আমরা জানতে পেরেছি। কলকাতার পুলিশ কাজ করছে।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত