নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মতিঝিলের ফকিরাপুল থেকে পল্টনের নাইটিঙ্গেল মোড়ে ঝটিকা মিছিল করেছেন বিএনপির নেত-কর্মীরা। ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী মিছিলটিতে অংশ নেন। মিছিল থেকে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে নাইটিঙ্গেল মোড়ে এ ঘটনা ঘটে।
সকাল থেকেই নাইটিঙ্গেল মোড়ে ব্যারিকেড দিয়ে রাস্তা ফের আটকে দিয়েছে পুলিশ। বিএনপির কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাঁরা চলাচল করছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক ১১টা ২০ মিনিটের দিকে ফকিরাপুল থেকে বিএনপির ১৫ থেকে ২০ জন নেতা-কর্মীর একটি ছোট মিছিল নাইটিঙ্গেল মোড়ে আসতে চাইলে পুলিশ বাধা দেয়।
গাজীপুরের টঙ্গী এলাকার বিএনপির কর্মী সোহাগ খান বলেন, ‘আমরা ১৫ থেকে ২০ জন মিছিল নিয়ে আসার সময় আমাদের সঙ্গে থাকা একজনকে আটক করে পুলিশ। তখন গলিতে ঢুকে গেলে অন্যদের আর ধরতে পারেনি।
মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মনোতোষ বিশ্বাস বলেন, ‘বেশ কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তাদের আমরা সরিয়ে দিয়েছি। মিছিল থেকে আমরা একজনকে আটক করেছি।’
এ দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজও সিসি ক্যামেরা বসাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে নয়াপল্টনে রাস্তার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসাতে দেখা যায়। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিসি ক্যামেরা স্থাপনার কাজ চলছিল।
এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে যা যা করণীয়, তার সবই করবে ঢাকা মহানগর পুলিশ।
রাজধানীর মতিঝিলের ফকিরাপুল থেকে পল্টনের নাইটিঙ্গেল মোড়ে ঝটিকা মিছিল করেছেন বিএনপির নেত-কর্মীরা। ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী মিছিলটিতে অংশ নেন। মিছিল থেকে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে নাইটিঙ্গেল মোড়ে এ ঘটনা ঘটে।
সকাল থেকেই নাইটিঙ্গেল মোড়ে ব্যারিকেড দিয়ে রাস্তা ফের আটকে দিয়েছে পুলিশ। বিএনপির কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাঁরা চলাচল করছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক ১১টা ২০ মিনিটের দিকে ফকিরাপুল থেকে বিএনপির ১৫ থেকে ২০ জন নেতা-কর্মীর একটি ছোট মিছিল নাইটিঙ্গেল মোড়ে আসতে চাইলে পুলিশ বাধা দেয়।
গাজীপুরের টঙ্গী এলাকার বিএনপির কর্মী সোহাগ খান বলেন, ‘আমরা ১৫ থেকে ২০ জন মিছিল নিয়ে আসার সময় আমাদের সঙ্গে থাকা একজনকে আটক করে পুলিশ। তখন গলিতে ঢুকে গেলে অন্যদের আর ধরতে পারেনি।
মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মনোতোষ বিশ্বাস বলেন, ‘বেশ কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তাদের আমরা সরিয়ে দিয়েছি। মিছিল থেকে আমরা একজনকে আটক করেছি।’
এ দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজও সিসি ক্যামেরা বসাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে নয়াপল্টনে রাস্তার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসাতে দেখা যায়। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিসি ক্যামেরা স্থাপনার কাজ চলছিল।
এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে যা যা করণীয়, তার সবই করবে ঢাকা মহানগর পুলিশ।
শেখ মইনউদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়বকে নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টা তাঁদেরকে নিজের বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন জানিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়...
৯ মিনিট আগেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত। ১৪টি ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৪৫ লাখ টাকা জমা আছে বলে আদালত সূত্রে জানা গেছে।
৩ ঘণ্টা আগেভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকা। আজ বুধবার সকালে ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
৩ ঘণ্টা আগেআনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন অধ্যাপক সি আর আবরার। আজ বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে শপথ নেন উপদেষ্টা পরিষদের এই নতুন সদস্য। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে উপদেষ্টা হিসেবে শপথ নিলেন তিনি।
৪ ঘণ্টা আগে