পদোন্নতি পেয়ে জেলা জজ হলেন ১১ জন, যুগ্ম জেলা জজ ৫৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২১, ১৫: ০১
আপডেট : ২১ জুন ২০২১, ১৮: ০৪

ঢাকা: ১১ জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া আরও ৫৮ জন যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বিচার বিভাগের এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ। পদোন্নতি দিয়ে তাঁদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া বিচারকদের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দপ্তরপ্রধান মনোনীত কর্মকর্তা বা পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে ২৭ জুন যোগ দিতে বলা হয়েছে। আর যাঁরা প্রশিক্ষণ ও ছুটিতে আছেন, তাঁদের প্রশিক্ষণ বা ছুটি শেষে বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগ দিতে হবে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বগুড়ার অতিরিক্ত জেলা জজ ইসরাত জাহানকে রংপুরের মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ), মানিকগঞ্জের অতিরিক্ত জেলা জজ শাহানা হক সিদ্দিকাকে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা জজ), নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুককে বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামালকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহা. হাসানুজ্জামানকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) করা হয়েছে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের পরিচালক (অতিরিক্ত জেলা জজ) জাকির হোসেন খানকে জেলা জজ হিসেবে পদোন্নতি দিয়ে আগের কর্মস্থলেই রাখা হয়েছে।

আর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাম্মৎ রোকশানা বেগম হেপিকে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (জেলা জজ), নওগাঁর অতিরিক্ত জেলা জজ মো. মেহেদী হাসান তালুকদারকে পঞ্চগড়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা জজ সাবেরা সুলতানা খানকে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা জজ) এবং ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুর রহিমকে পদোন্নতি দিয়ে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) করা হয়েছে।

আলাদা আদেশে যুগ্ম জেলা পর্যায়ের ৫৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা জজ করে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত