Ajker Patrika

তথ্য উপদেষ্টার বক্তব্যে বিভ্রান্তি, জনসংযোগ কর্মকর্তাকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৪: ৪৪
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ফাইল ছবি
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার ঘটনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

এর আগে গত ১০ ডিসেম্বর ব্রিটিশ জিপিজি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। ১১ ডিসেম্বর তথ্য উপদেষ্টাকে উদ্ধৃত জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিবৃতিতে বলা হয়েছিল, ‘রাজনৈতিক দলগুলো চাইছে তাদের অধীনে সংস্কার হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে।’

গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়। গতকাল লন্ডন থেকে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই মন্তব্যকে ‘রাজনীতিবিরোধী’ বলে অভিহিত করেন।

পরে জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমকে জানান, তথ্য উপদেষ্টা ওই কথা বলেননি। তিনি (জসীম) অসাবধানতাবশত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন। তাঁর ভুলের কারণে তথ্য উপদেষ্টা বিব্রত হয়েছেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত