Ajker Patrika

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ০৩
ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

রাজধানীর বনানীতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

এর আগে দুদিনের সফরে আজ ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ক্যাফিয়েরো। তাঁর এই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৩৪ সদস্যের এই প্রতিনিধি দলের সফর শেষ হবে ১ মার্চ।

ঢাকায় দেশটির দূতাবাস অর্থনৈতিক কারণে ১৯৭৮ সালে বন্ধ হয়ে যায়। দুই দেশের মধ্যে বাণিজ্যসহ সার্বিক যোগাযোগ বাড়াতে আবার এটি চালু করার কথা গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে জানান দেশটির প্রেসিডেন্ট ফার্নান্দেজ। তাতে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনঃস্থাপনের মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ফার্নান্দেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত