বাসস
বাংলাদেশ শিগগিরই অর্থনৈতিক জোট ব্রিকস-এর সদস্য পদ পেতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন।
সুইজারল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোটের সদস্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাপোশার সঙ্গে সাক্ষাতের সময় সদস্যপদের বিষয়টি তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, শিগগিরই বাংলাদেশের ব্রিকসের সদস্যপদ পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ব্রিকস ব্যাংক সম্প্রতি বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। ভবিষ্যতে ব্রিকসে যোগ দেওয়ার আমন্ত্রণও পাবে বাংলাদেশ।
মোমেন জানান, আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন।
ব্রিকসের বর্তমান সদস্য ব্রাজিল, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়া। আরো আটটি দেশকে সদস্য পদের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের জন্য অর্থায়নের আরেকটি ক্ষেত্র হবে এটি। এটা আমাদের জন্যে ভালো হবে, যেহেতু আমাদের টাকা প্রয়োজন।’
তিনি বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশে একটি মিশন খুলতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে মাল্টার প্রেসিডেন্ট ড. জর্জ ভেল্লা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। শেখ হাসিনা তাকেও ঢাকায় মিশন খোলার অনুরোধ করেন। এছাড়া তিনি তৈরি পোশাক পণ্য ও ঔষধ আমদানি করতে মাল্টার প্রতি অনুরোধ জানান।
এরপর আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউনবো একই জায়গায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহসান ই-এলাহী এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল সেখানে ছিলেন।
বাংলাদেশ শিগগিরই অর্থনৈতিক জোট ব্রিকস-এর সদস্য পদ পেতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন।
সুইজারল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোটের সদস্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাপোশার সঙ্গে সাক্ষাতের সময় সদস্যপদের বিষয়টি তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, শিগগিরই বাংলাদেশের ব্রিকসের সদস্যপদ পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ব্রিকস ব্যাংক সম্প্রতি বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। ভবিষ্যতে ব্রিকসে যোগ দেওয়ার আমন্ত্রণও পাবে বাংলাদেশ।
মোমেন জানান, আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন।
ব্রিকসের বর্তমান সদস্য ব্রাজিল, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়া। আরো আটটি দেশকে সদস্য পদের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের জন্য অর্থায়নের আরেকটি ক্ষেত্র হবে এটি। এটা আমাদের জন্যে ভালো হবে, যেহেতু আমাদের টাকা প্রয়োজন।’
তিনি বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশে একটি মিশন খুলতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে মাল্টার প্রেসিডেন্ট ড. জর্জ ভেল্লা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। শেখ হাসিনা তাকেও ঢাকায় মিশন খোলার অনুরোধ করেন। এছাড়া তিনি তৈরি পোশাক পণ্য ও ঔষধ আমদানি করতে মাল্টার প্রতি অনুরোধ জানান।
এরপর আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউনবো একই জায়গায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহসান ই-এলাহী এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল সেখানে ছিলেন।
অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। গিয়াস উদ্দিন আল মামুনের করা আপিল মঞ্জুর করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
১৮ মিনিট আগেআওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কি না।
২ ঘণ্টা আগেসমান্তরাল জায়গায় মাটি ভরাট করে পাথর ফেলে তার ওপর বসানো হয় রেললাইন। এ ক্ষেত্রে নির্ধারিত মাত্রায় পাথর থাকা অত্যন্ত জরুরি। অভিযোগ উঠেছে, রেললাইনের নিচে থাকার কথা ৮ ইঞ্চি পাথরের স্তর; কিন্তু সব জায়গায় তা নেই। এতে লাইনের শক্তি কমে যায়। তাই প্রায়ই দুর্ঘটনা ঘটে। রেলপথে অব্যবস্থাপনা এবং যাত্রী হয়রানি-সংক্র
৬ ঘণ্টা আগেকাজের ব্যস্ততায় একমাত্র ছেলেকে তেমন সময় দিতে পারেন না সরকারি চাকুরে সায়মা মুসলিমীন। তাই ছেলের বিনোদনের জন্য বেছে নিয়েছেন খেলার মাঠ। রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা সায়মা ‘গুলশান ইয়ুথ ক্লাব’-এর ব্যবস্থাপনায় থাকা সিটি করপোরেশনের মালিকানাধীন মাঠে পাঠান সন্তানকে। কিন্তু এ জন্য ক্রমবর্ধমান ব্যয় তাঁর জন্য
৯ ঘণ্টা আগে