প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার ৩ বিশেষ সহকারী নিয়োগ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০০: ১৮
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৯: ১৩
খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান ও অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়ে তিনটি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার তিন বিশেষ সহকারী হলেন—খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান ও অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান এবং অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

উপদেষ্টা পরিষদে দায়িত্ব পুর্নবণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

রুলস অব বিজনেস অনুযায়ী খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং আমিনুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এদিকে নতুন তিন উপদেষ্টা শপথ গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে নতুন দুজনকে তিনটি মন্ত্রণালয় এবং আগের দপ্তরবিহীন একজন উপদেষ্টাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন ৩ উপদেষ্টা, কার কী পরিচয়

গতকাল শপথ নেওয়া তিন উপদেষ্টা হলেন— আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দীন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত