Ajker Patrika

পূর্বাচলের প্লট

হাসিনার পরিবারের নথি যাচাইয়ে রাজউকে দুদক

বিশেষ প্রতিনিধি, ঢাকা  
শেখ হাসিনা। ফাইল ছবি
শেখ হাসিনা। ফাইল ছবি

রাজধানীর পূর্বাঞ্চলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের প্লটের নথিপত্র যাচাইয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে এই অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। জাল স্বাক্ষর, নথি সৃজন ও ভুয়া কাগজপত্র তৈরি করে জমি বরাদ্দের মতো অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে দুদক ওই অভিযান পরিচালনা করল। তবে অভিযানের সময় সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নথিপত্রও যাচাই করা হয়েছে।

সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে দুদকের একটি দল রাজউকের প্রধান কার্যালয়ে যায়। সেখানে রাজউকের অ্যানেক্স ভবনের তিনতলায় পূর্বাচল উপশহর প্রকল্প অফিসে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে দুদকের সহকারী পরিচালক স্বপন রায়ের সঙ্গে দুজন কর্মকর্তা ছিলেন।

রাজউকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে দেওয়া পূর্বাচল প্রকল্পের প্লটগুলোর নথিপত্র যাচাই-বাছাই করেছে দুদকের দলটি। তাঁরা পূর্বাচল উপশহর প্রকল্প অফিসের পরিচালকের (এস্টেট) কার্যালয়ে বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন।

জানতে চাইলে রাজউকের পরিচালক (পূর্বাচল উপশহর প্রকল্প) মনির হোসেন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘সুনির্দিষ্ট কোনো ইস্যুতে দুদকের টিম আসেনি। তাঁরা দৈবচয়ন পদ্ধতিতে কিছু ফাইল তল্লাশি করেন এবং সেখান থেকে কিছু ফটোকপি নেন। এটা নিয়মিত পরিদর্শনের অংশই মনে হলো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

বাংলাদেশে-ভারত সম্পর্কের অবনতিতে দায়ী মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত