Ajker Patrika

স্বাধীনচেতা হলে বড় দেশগুলো পছন্দ করে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাধীনচেতা হলে বড় দেশগুলো পছন্দ করে না: প্রধানমন্ত্রী

স্বাধীনচেতা হলে বড় দেশগুলোর অনেকে পছন্দ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘কেউ যদি খুব স্বাধীনচেতা হয় তাহলে অনেকেই তাদের পছন্দ করে না। অনেক বড় বড় দেশ, আমাদের স্বাধীনতার বিরোধীরা কখনো এটা পছন্দ করবে না। কিন্তু আমাদের জনগণকে যদি আমরা ঠিক রাখতে পারি তবে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের উন্নতি এটা কেউ আটকাতে পারবে না; যেটা জাতির পিতা বলে গিয়েছিলেন কেউ দাবায় রাখতে পারবা না সেটা পারবে না।’

আজ রোববার গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি গঠনের পর নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন শেখ হাসিনা। 

নেতা কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘কাজেই এটা আপনারা সবাই সব সময় মাথায় রেখেই সংগঠনটির ওপর বেশি গুরুত্ব দেবেন এবং সংগঠনকে শক্তিশালী করবেন এটাই আমার অনুরোধ।’ 

নতুন সদস্য সংগ্রহের ওপর জোর দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা কিন্তু বই ছাপিয়ে দিয়েছি সদস্য সংগ্রহ করার। এই কাজটা আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত সকলকে সম্পন্ন করতে হবে এবং মুড়ি বইগুলো ফেরত দিতে হবে।’

সদস্য সংগ্রহে পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা আবার নতুনভাবে টিম করে দেব একটা বিভাগে বিভাগীয় যে টিম আমরা করে দেব তাদের ওপর দায়িত্ব থাকবে প্রত্যেকটা জায়গায় সদস্য সংগ্রহ হলো কি না।’ 

বিভিন্ন ইউনিটের সম্মেলনগুলো যথাসময়ে করার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘সম্মেলনটা আপনারা যথাযথ সময় করবেন। অনেকগুলো এখনো বাদ রয়ে গেছে, একটাও যেন বাদ না থাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত