Ajker Patrika

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে ১০ বছরে অগ্রগতি যথেষ্ট নয়: মার্কিন রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১১: ৩৯
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে ১০ বছরে অগ্রগতি যথেষ্ট নয়: মার্কিন রাষ্ট্রদূত

পোশাকশিল্পই শুধু নয়, অর্থনীতির সব খাতে শ্রমিকের নিরাপত্তার বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে গত ১০ বছরে অর্জিত অগ্রগতি যথেষ্ট বলে মনে হয় না। 

সাভারে রানা প্লাজা ধসের দশম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই তাগিত দেন। 

সলিডারিটি সেন্টার, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল ও দ্য ডেইলি স্টার যৌথভাবে এই আলোচনার আয়োজন করে।

২০১৩ সালের ২৪ এপ্রিল স্মরণকালের ভয়াবহ এই কারখানা ধসে কমপক্ষে ১ হাজার ১০০ শ্রমিক মারা যান। আহত হন সহস্রাধিক। 

ঘটনাটির পর বাংলাদেশে শ্রমিক অধিকারের দিকগুলোয় বেশ খানিকটা উন্নতি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত হাস বলেন, ‘নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টির মাধ্যমে শ্রমিকের বৃহত্তর অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সরকার, ব্রান্ডগুলো, পোশাক নির্মাতা, সরবরাহকারী, ভোক্তা, শ্রমিক ও ট্রেড ইউনিয়নসহ সবার জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমেই প্রয়াত শ্রমিকদের স্মৃতির প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করা যেতে পারে।’ 

অবিবেচক নিয়োগকর্তারা নিরাপত্তাব্যবস্থায় কাটছাঁট করে শ্রমিক হতাহত হওয়ার ঝুঁকি বাড়াতে পারেন এমন আশঙ্কা ব্যক্ত করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘রপ্তানিমুখী পোশাকশিল্পই শুধু নয়, অর্থনীতির সব খাতে শ্রমিকের নিরাপত্তার বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে।’ 

শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরির ক্ষেত্রে বাংলাদেশে অগ্রগতির উল্লেখ করে রাষ্ট্রদূত হাস বলেন, ‘চট্টগ্রামে কনটেইনার ডিপো ও অক্সিজেন প্ল্যান্ট এবং অতি সম্প্রতি বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল। কয়েক হাজার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেল। এই অবস্থায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের দিক যাচ্ছে। ফলে গত ১০ বছরে অর্জিত অগ্রগতি যথেষ্ট বলে মনে হচ্ছে না। ২০২৪ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হতে হলে সব প্রতিষ্ঠানে শ্রমিকের নিরাপত্তা ও অধিকারকে বাংলাদেশের সকল পর্যায়ে আবশ্যিক বিবেচ্য বিষয়ে পরিণত করতে হবে। স্বাধীন ট্রেড ইউনিয়ন ও যৌথ দর-কষাকষির সুযোগ জোরালো করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত