নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্ট্রেলিয়া ও বাংলাদেশ শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল (ইন্দো-প্যাসিফিক) গড়ে তোলার ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে। আজ বুধবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের বাংলাদেশ সফরের শেষদিনে দুই দেশ এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে।
পেনি ওং সফরের দ্বিতীয় দিন বুধবার কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের আশ্রয়শিবির পরিদর্শন করেন। রোহিঙ্গা নেতা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, কর্মদক্ষতা বৃদ্ধি ও শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।
অস্ট্রেলিয়ার মন্ত্রী দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার ঢাকা পৌঁছান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
সফরের ওপর ঢাকা ও ক্যানবেরা থেকে একযোগে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চলকেন্দ্রিক সহযোগিতা বাড়ানো, বাণিজ্য সম্প্রসারণ, দক্ষিণ এশিয়া অঞ্চলে আন্তযোগাযোগ বাড়ানো, মানবপাচার রোধ ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুই দেশ সম্মত হয়।
দুই দেশ ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, সমুদ্র ও আকাশপথে চলাচলে স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ উপায়ে বিবাদ মেটানোর ওপর জোর দেয়।
দুই দেশের মধ্যে বাণিজ্য বর্তমানে বছরে ৪০০ কোটি ডলার থেকে বাড়ানো ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়েও দুই দেশ একমত হয়।
২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরেও অস্ট্রেলিয়া শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়।
এর বাইরে ফিলিস্তিনের গাজায় চলমান অমানবিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে দুই পররাষ্ট্রমন্ত্রী সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি ও দুই-দেশ ভিত্তিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।
অস্ট্রেলিয়ার মন্ত্রীর সিঙ্গাপুরের পথে আজ রাতে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশ শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল (ইন্দো-প্যাসিফিক) গড়ে তোলার ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে। আজ বুধবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের বাংলাদেশ সফরের শেষদিনে দুই দেশ এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে।
পেনি ওং সফরের দ্বিতীয় দিন বুধবার কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের আশ্রয়শিবির পরিদর্শন করেন। রোহিঙ্গা নেতা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, কর্মদক্ষতা বৃদ্ধি ও শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।
অস্ট্রেলিয়ার মন্ত্রী দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার ঢাকা পৌঁছান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
সফরের ওপর ঢাকা ও ক্যানবেরা থেকে একযোগে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চলকেন্দ্রিক সহযোগিতা বাড়ানো, বাণিজ্য সম্প্রসারণ, দক্ষিণ এশিয়া অঞ্চলে আন্তযোগাযোগ বাড়ানো, মানবপাচার রোধ ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুই দেশ সম্মত হয়।
দুই দেশ ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, সমুদ্র ও আকাশপথে চলাচলে স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ উপায়ে বিবাদ মেটানোর ওপর জোর দেয়।
দুই দেশের মধ্যে বাণিজ্য বর্তমানে বছরে ৪০০ কোটি ডলার থেকে বাড়ানো ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়েও দুই দেশ একমত হয়।
২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরেও অস্ট্রেলিয়া শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়।
এর বাইরে ফিলিস্তিনের গাজায় চলমান অমানবিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে দুই পররাষ্ট্রমন্ত্রী সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি ও দুই-দেশ ভিত্তিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।
অস্ট্রেলিয়ার মন্ত্রীর সিঙ্গাপুরের পথে আজ রাতে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
জনগুরুত্বপূর্ণ সব নাগরিক সেবা এক ছাতার নিচে আনতে নতুন একটি কমিশন গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বাধীন এই কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন, ইউনিক আইডিসহ নাগরিক সেবার গুরুত্বপূর্ণ সব কাজ হবে।
৩ ঘণ্টা আগেজনস্বার্থে প্রয়োজনীয় না হলেও দলীয় সরকারের সময় অনুগত কর্মকর্তাদের অবসরে যাওয়ার ঠিক আগে পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার পর আসা অন্তর্বর্তী সরকারও সে ধারা অব্যাহত রেখেছে। অবসরে যাওয়ার ঠিক আগে পদোন্নতি পেয়ে সংশ্লিষ্ট কর্মীর কিছু প্রাপ্তিযোগ ঘটলেও স
৪ ঘণ্টা আগেআসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ। এবারও সব অগ্রিম টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো অগ্রিম টিকিট বিক্রি হবে না।
৭ ঘণ্টা আগেনির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসই করবেন বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা তিনি।
৭ ঘণ্টা আগে