Ajker Patrika

কর অব্যাহতির আকুল আবেদন বন্ধ করুন: মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কর অব্যাহতির আকুল আবেদন বন্ধ করুন: মতিয়া চৌধুরী

যাদের কর দেওয়ার সক্ষমতা বেশি তারাই দেয় না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য মতিয়া চৌধুরী। ব্যবসায়ীদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘অতি ধনী ও ধনী ব্যবসায়ীরা কর অব্যাহতির জন্য যে আকুল আবেদন ছাপান, এগুলো বন্ধ করুন।’ 

মঙ্গলবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মতিয়া চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, ‘কঠিন সময় মোকাবিলায় অর্থমন্ত্রী একটি বাস্তবধর্মী বাজেট দিয়েছেন। দেশের অর্থনীতি সচল আছে। এক সময়ের বিশ্বের ১০ম দরিদ্রতম দেশ থেকে বাংলাদেশ এখন ৪১তম অর্থনীতির দেশ। দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে।’ 

মতিয়া চৌধুরী রাজস্ব আয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘যারা কর দিতে পারে তাঁরা দেয় না। আর যারা দেয় তাঁদের ওপর করভার বেশি হয়।’ 

বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার সুযোগ দিতে যে প্রস্তাব রাখা হয়েছে তার বিরোধিতা করে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, ‘এই প্রস্তাব অনৈতিক ও বেআইনি। দেশদ্রোহীদের পাচার করা টাকা ফিরিয়ে আনার সুযোগ দেওয়া কোনোভাবেই সমর্থন করা যায় না। বিদেশে যাতে টাকা পাচার না হয়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত