Ajker Patrika

ডিএমপির নতুন কমিশনার ফারুক, ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল

বিশেষ প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৫: ২৫
ডিএমপির নতুন কমিশনার ফারুক, ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে শূন্য হওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি পদে নিয়োগ পেয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলাম।

আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন ডিএমপি কমিশনারের আদেশ আগামী ২৯ অক্টোবর থেকে কার্যকর হবে। 

অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা। তিনি এর আগে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, রংপুর রেঞ্জ ডিআইজি ঢাকার অতিরিক্ত কমিশনার, ঢাকার অতিরিক্ত ডিআইজি এবং ময়মনসিংহ, কিশোরগঞ্জ ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়। 

সৈয়দ নুরুল ইসলাম পুলিশের ২০তম বিসিএস কর্মকর্তা। তিনি ডিএমপির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ময়মনসিংহ জেলায় পুলিশ সুপারসহ পুলিশের একাধিক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সাহসী ভূমিকায় বিপিএম ও পিপিএম (বার) পদকও রয়েছে তাঁর ঝুলিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত