নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ বলেছেন, ‘আগামী সাত দিন দয়া করে আপনারা কেউ বাইরে বের হবেন না। সবাই যদি জরুরি কাজের অজুহাতে বাইরে বের হতে চান, আমাদের সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়ের মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে লকডাউনে ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মধ্যে খাবার ও ৫০০ টাকা সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানলে এবং মাস্ক ব্যবহার না করলে কেউ এসে আপনাকে করোনা থেকে বাঁচানোর চেষ্টা করবে না। সারা পৃথিবী এখন একটি দুর্যোগ অতিক্রম করছে। উন্নত দেশের যে অবস্থা, দরিদ্র দেশেরও একই অবস্থা ৷ তাই আমাদের সচেতনতার কোনো বিকল্প নাই।’
ডিএমপির কমিশনার বলেন, ‘আপনি পুলিশ দেখে মাস্ক পরবেন আর পুলিশ চলে গেলে মাস্ক খুলে ফেলবেন, এটা আত্মপ্রতারণা।'
ডিএমপির কমিশনার বলেন, ‘কাজের জন্য যেন সবকিছু খুলে দেওয়া যায়, সে জন্য প্রথমে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে হবে। এই রোগ থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে হলে বাইরে বের হলে মাস্ক পরতে হবে এবং ঘরে এলে সাবান দিয়ে হাত–মুখ ধুতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ বলেছেন, ‘আগামী সাত দিন দয়া করে আপনারা কেউ বাইরে বের হবেন না। সবাই যদি জরুরি কাজের অজুহাতে বাইরে বের হতে চান, আমাদের সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়ের মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে লকডাউনে ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মধ্যে খাবার ও ৫০০ টাকা সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানলে এবং মাস্ক ব্যবহার না করলে কেউ এসে আপনাকে করোনা থেকে বাঁচানোর চেষ্টা করবে না। সারা পৃথিবী এখন একটি দুর্যোগ অতিক্রম করছে। উন্নত দেশের যে অবস্থা, দরিদ্র দেশেরও একই অবস্থা ৷ তাই আমাদের সচেতনতার কোনো বিকল্প নাই।’
ডিএমপির কমিশনার বলেন, ‘আপনি পুলিশ দেখে মাস্ক পরবেন আর পুলিশ চলে গেলে মাস্ক খুলে ফেলবেন, এটা আত্মপ্রতারণা।'
ডিএমপির কমিশনার বলেন, ‘কাজের জন্য যেন সবকিছু খুলে দেওয়া যায়, সে জন্য প্রথমে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে হবে। এই রোগ থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে হলে বাইরে বের হলে মাস্ক পরতে হবে এবং ঘরে এলে সাবান দিয়ে হাত–মুখ ধুতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
ভোটার তালিকা হালনাগাদে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকের তথ্য সংগ্রহ। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অনেক এলাকা জনপ্রতিনিধিশূন্য হয়ে পড়ায় নতুন ভোটারের তথ্য যাচাই নিয়ে চিন্তায় ছিল নির্বাচন কমিশন (ইসি)।
৫ ঘণ্টা আগেরাজধানীর জিগাতলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৩১২ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে একটি আবাসন প্রকল্প বাস্তবায়ন করেছে গণপূর্ত অধিদপ্তর। নথিপত্রে প্রকল্পটি ২০২৩ সালের জুনে সমাপ্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রকল্প সমাপ্ত প্রতিবেদন (পিসিআর) প্রশাসনিক মন্ত্রণালয় অর্থাৎ গণপূর্ত মন্ত্রণালয়কে লিখিতভাবে
১১ ঘণ্টা আগেসৌদিতে যাওয়ার জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা হয়েছে। ওমরাহ বা পবিত্র হজ পালনে এবং ভিজিট ভিসায় সৌদি আরবগামী যাত্রীদের বিমানবন্দরে এই টিকার সনদ দেখাতে হবে এবং ভ্রমণকালে তা সঙ্গে রাখতে হবে।
১২ ঘণ্টা আগেবীর মুক্তিযোদ্ধাদের মতো মাসে মাসে ভাতা নয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিরা অর্থ সহায়তা হিসেবে সরকারের কিনে দেওয়া সঞ্চয়পত্র থেকে প্রতি মাসে মুনাফা পাবেন। প্রত্যেক শহীদের পরিবারকে ৩০ লাখ টাকার এবং চার শ্রেণির আহতদের ১ থেকে ৫ লাখ টাকার করে
১২ ঘণ্টা আগে