Ajker Patrika

আলোর ঝলকানিতে শেষ মহাবিজয়ের মহানায়কের অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আলোর ঝলকানিতে শেষ মহাবিজয়ের মহানায়কের অনুষ্ঠান

আলোর ঝলকানি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনে দুই দিনের বিশেষ অনুষ্ঠান। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ স্লোগানে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দর্শক সারিতে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
সন্ধ্যা সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয় অনুষ্ঠান। ৬টার পর পরই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। 
 
প্রধানমন্ত্রী আসার পর পরই বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করা হয়। ৪০ জনের অংশগ্রহণে এ কবিতা আবৃত্তিতে নেতৃত্ব দেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এরপর জুলফিকার রাসেল রচিত থিম সংগীত ‘পদ্মা মেঘনা বুকে নিয়ে একটাই আছে দেশ/আমার বাংলাদেশ’ গানের সঙ্গে পরিবেশিত হয় নৃত্যাঞ্চলের নৃত্য। শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার নেতৃত্বে শতাধিক নৃত্যশিল্পী অংশ নেন হৃদয়গ্রাহী এক পরিবেশনায়। 
 
নাট্যকার মাসুম রেজা রচিত পুঁথিগানের মাধ্যমে অনুষ্ঠান উপস্থাপন করেন নাট্যশিল্পী মাসুম আজিজ। 

ঐতিহ্যবাহী গম্ভীরা ও পুঁথির মাধ্যমে বর্ণনা করা হয় দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা অর্জনের কথা। এরপর পরিবেশিত হয় সঙ্গীতকোলাজ। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতসহ ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করেন দেশসেরা শিল্পীরা। ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর বাংলাদেশ গানটিও পরিবেশন করা হয় সম্মিলিত কণ্ঠে। 

ইমন চৌধুরীর রচনা ও তারিক আনাম খানের পরিচালনায় দেশের সমৃদ্ধির কথা তুলে ধরা হয় গানে গানে। যাতে কোরিওগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয় পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল নির্মাণের কথা। 
সৈয়দ আবদুল হাদী, রেজোয়ানা চৌধুরী বন্যা, নকিব খান প্রমুখ শিল্পীর নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চলের ৮৫ জন শিশুশিল্পী অংশ নেন একটি হৃদয়স্পর্শী সঙ্গীতকোলাজে। 

সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে সংসদের মূল ভবনে লেজার শো’র মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের বিভিন্ন সময়ের ছবি প্রদর্শন করা হয়। বর্ণিল কোরিওগ্রাফির মাধ্যমে কবি কামাল আবদুল নাসের চৌধুরীর লেখা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ‘মহাবিজয়ের মহানায়ক শেখ মুজিবুর রহমান’ গানটি পরিবেশনার মাধ্যমে রাত ৮টায় শেষ হয় দুই দিনের এই অনুষ্ঠান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত