Ajker Patrika

এনআইডি স্বরাষ্ট্রে স্থানান্তর: ইসি কর্মকর্তাদের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এনআইডি স্বরাষ্ট্রে স্থানান্তর: ইসি কর্মকর্তাদের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারিরা। দফায় দফায় কেএম নুরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। তাতে কোনো কাজ হয়নি।

নতুন দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়াল কমিশনেও স্মারকলিপি দেন ইসি কর্মকর্তারা। শুরুর দিকে নীরব থাকলেও পরবর্তীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। 

তবে এতেও কোনো আশার আলো দেখতে না পেয়ে ইসি কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এবার কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনটির এক সভায় নেওয়া সিদ্ধান্তে জানা যায়, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে তাঁদের দাবি বাস্তবায়ন না হলে ৫ ডিসেম্বর থেকে কর্মবিরতিতে যাবেন ইসি কর্মকর্তারা। 

এনআইডি নিবন্ধন অনুবিভাগ ইসির অধীনে রাখা ছাড়াও আরও কিছু দাবিতে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এসবের মধ্যে রয়েছে—নির্বাচন কমিশন সচিবালয়ে সব ধরনের প্রেষণে পদায়ন বন্ধ ও শূন্য পদ পূরণে নির্বাচন কমিশন কর্তৃক দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণ, কমিশন কর্তৃক প্রস্তাবিত ইভিএম প্রকল্প লজিস্টিকসহ (ওয়্যারহাউজ ও যানবাহন) অনুমোদন ও প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুততম সময়ে বাস্তবায়ন করা। 

সংগঠনটি আজ মঙ্গলবার সভায় এসব দাবি নিয়ে সিন্ধান্ত নেয়। পরে লিখিত সিদ্ধান্তগুলো ইসি সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে দেন সংগঠনের নেতারা। 

ইসি কর্মকর্তারা জানান, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। ঘোষিত কর্মসূচি নির্বাচন কমিশন সচিবালয়, এনআইডি, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠপর্যায়ের সব কার্যালয়ে একযোগে পালন করা হবে। তবে এরই মধ্যে ঘোষিত নির্বাচনী কর্মযজ্ঞ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

এদিকে ইসি কর্মকর্তাদের এই আলটিমেটাম দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্থাটির সচিব মো. জাহাংগীর আলম। তিনি জানান, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ ইসি থেকে সরকারের অধীনে নেওয়ার সিদ্ধান্ত সরকারের। 

ইসি সচিব বলেন, ‘এনআইডির বিষয়টি একটি সরকারি সিদ্ধান্ত। কমিশন এরই মধ্যে বক্তব্য স্পষ্ট করেছে। সরকার যেটা বাস্তবায়ন করবে আমাদের সেটাই বাস্তবায়ন করতে হবে। এটার সঙ্গে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও একমত হয়েছে বলে জানিয়েছে। তবে কর্মকর্তারা এনআইডি ইসির অধীনে রাখার বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে।’ 

ইসি কর্মকর্তাদের অন্য দাবিগুলোর বিষয়ে জাহাংগীর আলম বলেন, ‘যারা যোগ্যতা অর্জন করবেন তাঁদের চাকরিবিধি অনুযায়ী শূন্য পদগুলোতে পদোন্নতি প্রদান এবং শূন্য পদগুলো পূরণ করাটা যৌক্তিক হবে। আমরা অবশ্যই কমিশনের মাধ্যমে তাঁদের পদোন্নতি এবং শূন্য পদ পূরণে উদ্যোগ নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত