১১ কোটি টাকার অবৈধ সম্পদ, কাস্টমস ক্লিয়ারিংয়ের এজেন্ট হ্যাপির নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট শরীফ মোহাম্মদ হ্যাপির নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকার উপপরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি শরীফ মোহাম্মদ (হ্যাপী) কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট হিসেবে কর্মরত থেকে অবৈধ উপায়ে ৬ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার ৫৪২ টাকার সম্পদ অর্জন করেছেন মর্মে দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ মিলেছে।

সূত্রে জানা যায়, হ্যাপির দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তার নিজ নামে অর্জিত ৯ কোটি ১৫ লাখ ৫০ হাজার ১২৫ টাকার সম্পদের মধ্যে জেনেশুনে অসৎ উদ্দেশ্যে ৩ কোটি ৮০ লাখ ৩৯ হাজার ১৪ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের তথ্য গোপন করেছেন।

আসামির বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত