Ajker Patrika

জুলাইয়ে নির্যাতনের শিকার ২৫৫ নারী ও কন্যাশিশু: মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাইয়ে নির্যাতনের শিকার ২৫৫ নারী ও কন্যাশিশু: মহিলা পরিষদ

জুলাই মাসে নির্যাতনের শিকার হয়েছে ২৫৫ জন নারী ও কন্যাশিশু। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৬৪ জন। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক মাসিক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়। এতে জানানো হয়, ১৬টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে নারী ও কন্যা নির্যাতন বিষয়ক পরিসংখ্যান তৈরি করা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই মাসে ২ জন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে ২ জন কন্যা। এছাড়াও ১৩ জন কন্যাসহ ২০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। 

পরিসংখ্যান অনুযায়ী, জুলাইয়ে যৌন নিপীড়নের শিকার হয়েছে ১৫ জন কন্যাসহ ১৮ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৪ জন কন্যা। নারী ও কন্যা পাচারের ঘটনার শিকার ১ জন। ২ জন এসিডদগ্ধের শিকার হয়েছে। ৩ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, এর মধ্যে ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। বিভিন্ন কারণে ১ জন কন্যাসহ ৪২ জনকে হত্যা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৩ জন, এর মধ্যে ৯ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২ জন কন্যাসহ ৯ জন।

পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ২টি। ১ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে। ৭ জন কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৭ জন কন্যাসহ ১৮ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে ৩ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ৪ জন কন্যাসহ ৬ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। এছাড়াও ৩ জন কন্যাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ৩টি এবং বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে ৯টি। ১ জন কন্যাসহ ২ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। এছাড়া ৫ জন কন্যাসহ ১৩ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত