Ajker Patrika

বাংলাদেশে ‘হিন্দুদের ওপর বর্বর সহিংসতা ও গণ লুটের’ নিন্দা ট্রাম্পের

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০০: ৪৮
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টানসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা ও গণ লুটের নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

আজ বৃহস্পতিবারে এক্স (টুইটার) বার্তায় তিনি এ নিন্দা জানান।

ট্রাম্প লেখেন, ‘বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টানসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানাই। তাঁরা হামলা ও গণ লুটের শিকার হচ্ছেন। সেখানে এখনো অরাজক পরিস্থিতি বিরাজ করছে।’

কমলা হ্যারিস ও জো-বাইডেন গোটা বিশ্বে ও আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করেছেন দাবি করে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘আমার সময় এমনটি কখনোই ঘটেনি। কমলা হ্যারিস ও জো-বাইডেন গোটা বিশ্বে ও আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করেছেন। তাঁদের সময় ইসরায়েল থেকে ইউক্রেন, এমনকি আমাদের নিজস্ব দক্ষিণ সীমান্তে পর্যন্ত বিপর্যয় হয়েছে। আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং সামর্থ্যের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব।’

ট্রাম্প লেখেন, ‘আমরা হিন্দু আমেরিকানদেরও উগ্র বামপন্থীদের ধর্মবিরোধী এজেন্ডা থেকে রক্ষা করব। আমরা আপনার স্বাধীনতার জন্য লড়ব। আমরা ভারত এবং আমার ভালো বন্ধু মোদির সঙ্গে আমাদের মহৎ অংশীদারত্বকে আরও শক্তিশালী করব।’

ট্রাম্প আরও লেখেন, ‘কমলা হ্যারিস আরও নিয়ন্ত্রণ এবং উচ্চ কর দিয়ে আপনার ছোট ব্যবসা ধ্বংস করবে। এর বিপরীতে, আমি কর কমিয়েছি, নিয়ন্ত্রণ আরোপ কমিয়েছি, আমেরিকান শক্তিকে বিকশিত করেছি এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলেছি। আমরা এসব আবার করব, আগের চেয়ে আরও বড় পরিসরে এবং ভালো করে। আমরা আমেরিকাকে আবার মহৎ করে গড়ব।’

এক্স-বার্তার শেষে তিনি সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘আমি আশা করি আলোর এই উৎসব, খারাপের ওপর ভালোকে বিজয়ের দিকে নিয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত