Ajker Patrika

আইন করার সময় নেই, সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইন করার সময় নেই, সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠন: আইনমন্ত্রী

মহামারি পরিস্থিতি এবং সময়স্বল্পতার কারণে নির্বাচন কমিশন গঠনে আইন করার মতো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, সার্চ কমিটির মাধ্যমেই পরবর্তী নির্বাচন কমিশন গঠন ছাড়া কোনো এই মুহূর্তে কোনো বিকল্প নেই। 

রাজধানীর মোহাম্মদপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) ‘স্মরণে শেখ মুজিব-সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি’ স্মারক গ্রন্থের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী। 

মন্ত্রী বলেন, সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশনের নতুন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনের সদস্য নিয়োগ হবে, বিকল্প উপায় ভাবার সুযোগ নেই। প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে, সার্চ কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে। এই সার্চ কমিটি গঠন করা হয়েছিল সব রাজনৈতিক দলের অভিমত নিয়েই এবং সব রাজনৈতিক দল রাজি হওয়ার পরই গেজেট করা হয়। যদিও সার্চ কমিটির গেজেটটা আইন নয়, কিন্তু এটা সবার সম্মতির মাধ্যমে হয়েছিল। 

আইনমন্ত্রী বলেন, আমি এমন কথা বলছি না যে নির্বাচন কমিশন গঠনে যে আইনের কথা সংবিধানে বলা হয়েছে তা করা হবে না। কিন্তু কোভিড পরিস্থিতি এবং সবকিছু মিলিয়ে ফেব্রুয়ারি মাসের মধ্যে হতে হবে। তাই এখন এ আইন করাটা সম্ভব না। 

রাজনৈতিক দলের সঙ্গে সরকারের পক্ষ থেকে সংলাপের কোনো সুযোগ আছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি এমন কোনো কথা শুনিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত