Ajker Patrika

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা অংশীদারত্ব আগের চেয়ে শক্তিশালী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা অংশীদারত্ব আগের চেয়ে শক্তিশালী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা, উন্নয়ন, বাণিজ্যিক এবং মানুষে মানুষে অংশীদারত্ব আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন।

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ব্লিঙ্কেন এ বিবৃতি দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, ‘মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবসে আমি বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ‍ও যুক্তরাষ্ট্র উভয় দেশই স্বাধীনতার জন্য তীব্র সংগ্রাম করেছে। আমরা উভয়েই আমাদের গণতান্ত্রিক আদর্শের সঙ্গে বেঁচে থাকার চেষ্টা করি। গত পাঁচ দশকের আমাদের ক্রমাগত সহযোগিতা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে আসছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের চিত্তাকর্ষক অর্থনৈতিক ও উন্নয়নমূলক সাফল্য এবং শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদান রাখা দেশ হিসেবে বিশ্বকে নিরাপদ রাখার প্রতিশ্রুতিকে আমরা সাধুবাদ জানাই। আমাদের প্রতিরক্ষা, উন্নয়ন, বাণিজ্যিক এবং মানুষে মানুষে অংশীদারত্ব আগের যেকোনো সময়ের থেকে শক্তিশালী। সম্পর্ককে ভবিষ্যতেও এর ওপর ভিত্তি করে গড়ে তুলব। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিস্তারে প্রতিশ্রুতিবদ্ধ। যাতে আমরা একত্রে উন্নত হতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত