নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বারো বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা কোভিডের অন্তত এক ডোজ টিকা না নিলে স্কুল-কলেজে যেতে পারবে না। টিকা প্রাপ্তি সহজ করতে নিবন্ধন ও অন্যান্য নথিপত্র প্রদর্শনের বাধ্যবাধকতাও তাদের জন্য তুলে নেওয়া হচ্ছে। জন্মনিবন্ধন, এনআইডি বা যেকোনো একটি পরিচয়পত্র নিয়ে গেলেই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা জারি করবে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেবে প্রথম ডোজ ভ্যাকসিন ছাড়া কেউ স্কুলে আসতে পারবে না। ভ্যাকসিন তো এখন একেবারে গ্রামগঞ্জ পর্যন্ত অ্যাভেইলেবল হয়ে গেছে। এ জন্যই এটা ইম্পোজ করে দেওয়া হচ্ছে। ভ্যাকসিন দিয়ে স্কুলে যাওয়া নিরাপদ হবে, প্রমোশন ক্যাম্পেইনে সেটাই বলা হবে। প্রমোশন, ক্যাম্পেইনের জন্য স্বাস্থ্য, পিআইডি, স্থানীয় সরকার, প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইমাম সাহেবরাও যাতে খুতবায় ভ্যাকসিনের কথা বলেন সেটাও অলরেডি ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় বলেছে, যে ছাত্ররা ভ্যাকসিন নেবে না তারা স্কুল-কলেজে আসতে পারবে না। টিকা নেওয়ার জন্য মোটিভেশনও করতে বলা হয়েছে, ইম্পোজিশনও করতে বলা হয়েছে। ওরা (শিক্ষা মন্ত্রণালয়) বিশ্ববিদ্যালয়ের কথা বলেনি। বিশ্ববিদ্যালয় তো আলাদা অথরিটি। বলা হয়েছে, টিকা নিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করার দরকার নেই। জন্মনিবন্ধন ও এনআইডি বা যেকোনো একটি পরিচয়পত্র নিয়ে গেলেই তারা ভ্যাকসিন পেয়ে যাবে।’
৩ জানুয়ারির আন্তমন্ত্রণালয় সভায় শিক্ষা মন্ত্রণালয় টিকা নেওয়া বাধ্যতামূলক করার বিষয়টি জানিয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘তারা এরই মধ্যে মৌখিক নির্দেশনাও দিয়ে দিয়েছে। সচিব বদলি হওয়ায় হয়তো লিখিত নির্দেশনা দিতে দেরি হচ্ছে। ১২ বছরের নিচের বয়সীরা এখনো আমাদের দেশে (টিকা দেওয়ার জন্য) কাউন্টে আসেনি।’
সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম সীমিত রাখতে হবে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করতে হবে। আমরা কথা বলছি, আমাদের টেকনিক্যাল লোকজনরা অ্যাগ্রি করলে, এমনও হতে পারে তারা বিভিন্ন অনুষ্ঠানেও রেস্ট্রিকশন দিয়ে দেবে, এর বেশি থাকতে পারবে না।’
বুস্টার ডোজের বিষয়ে স্বাস্থ্য বিভাগকে চিন্তা করতে বলা হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘৬০ বছর পর্যন্ত থাকবে নাকি কমানো যায়, সেটি নিয়ে চিন্তাভাবনা করতে বলা হয়েছে, যেহেতু আমাদের সাফিশিয়েন্ট (টিকা) আছে। গণপরিবহনের বিষয়ে আলোচনা হয়েছে যদি আরেকটু সংক্রমণ বাড়ে তাহলে হয়তো ৫০ শতাংশ (আসনসংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন) করা হবে। ওটা এখনো চূড়ান্ত হয়নি।’
গণপরিবহনে অর্ধেক যাত্রী নিলে ভাড়া বাড়ানো নিয়ে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা বিআরটিএকে বলে দেব কোনো ভাড়া-টাড়া বাড়ানো যাবে না।’
বারো বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা কোভিডের অন্তত এক ডোজ টিকা না নিলে স্কুল-কলেজে যেতে পারবে না। টিকা প্রাপ্তি সহজ করতে নিবন্ধন ও অন্যান্য নথিপত্র প্রদর্শনের বাধ্যবাধকতাও তাদের জন্য তুলে নেওয়া হচ্ছে। জন্মনিবন্ধন, এনআইডি বা যেকোনো একটি পরিচয়পত্র নিয়ে গেলেই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা জারি করবে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেবে প্রথম ডোজ ভ্যাকসিন ছাড়া কেউ স্কুলে আসতে পারবে না। ভ্যাকসিন তো এখন একেবারে গ্রামগঞ্জ পর্যন্ত অ্যাভেইলেবল হয়ে গেছে। এ জন্যই এটা ইম্পোজ করে দেওয়া হচ্ছে। ভ্যাকসিন দিয়ে স্কুলে যাওয়া নিরাপদ হবে, প্রমোশন ক্যাম্পেইনে সেটাই বলা হবে। প্রমোশন, ক্যাম্পেইনের জন্য স্বাস্থ্য, পিআইডি, স্থানীয় সরকার, প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইমাম সাহেবরাও যাতে খুতবায় ভ্যাকসিনের কথা বলেন সেটাও অলরেডি ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় বলেছে, যে ছাত্ররা ভ্যাকসিন নেবে না তারা স্কুল-কলেজে আসতে পারবে না। টিকা নেওয়ার জন্য মোটিভেশনও করতে বলা হয়েছে, ইম্পোজিশনও করতে বলা হয়েছে। ওরা (শিক্ষা মন্ত্রণালয়) বিশ্ববিদ্যালয়ের কথা বলেনি। বিশ্ববিদ্যালয় তো আলাদা অথরিটি। বলা হয়েছে, টিকা নিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করার দরকার নেই। জন্মনিবন্ধন ও এনআইডি বা যেকোনো একটি পরিচয়পত্র নিয়ে গেলেই তারা ভ্যাকসিন পেয়ে যাবে।’
৩ জানুয়ারির আন্তমন্ত্রণালয় সভায় শিক্ষা মন্ত্রণালয় টিকা নেওয়া বাধ্যতামূলক করার বিষয়টি জানিয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘তারা এরই মধ্যে মৌখিক নির্দেশনাও দিয়ে দিয়েছে। সচিব বদলি হওয়ায় হয়তো লিখিত নির্দেশনা দিতে দেরি হচ্ছে। ১২ বছরের নিচের বয়সীরা এখনো আমাদের দেশে (টিকা দেওয়ার জন্য) কাউন্টে আসেনি।’
সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম সীমিত রাখতে হবে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করতে হবে। আমরা কথা বলছি, আমাদের টেকনিক্যাল লোকজনরা অ্যাগ্রি করলে, এমনও হতে পারে তারা বিভিন্ন অনুষ্ঠানেও রেস্ট্রিকশন দিয়ে দেবে, এর বেশি থাকতে পারবে না।’
বুস্টার ডোজের বিষয়ে স্বাস্থ্য বিভাগকে চিন্তা করতে বলা হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘৬০ বছর পর্যন্ত থাকবে নাকি কমানো যায়, সেটি নিয়ে চিন্তাভাবনা করতে বলা হয়েছে, যেহেতু আমাদের সাফিশিয়েন্ট (টিকা) আছে। গণপরিবহনের বিষয়ে আলোচনা হয়েছে যদি আরেকটু সংক্রমণ বাড়ে তাহলে হয়তো ৫০ শতাংশ (আসনসংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন) করা হবে। ওটা এখনো চূড়ান্ত হয়নি।’
গণপরিবহনে অর্ধেক যাত্রী নিলে ভাড়া বাড়ানো নিয়ে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা বিআরটিএকে বলে দেব কোনো ভাড়া-টাড়া বাড়ানো যাবে না।’
ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৬ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৪ জন, চট্টগ্রাম বিভাগে...
৩৫ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো রয়েছে সেগুলোর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশকে দিতে ভারত বাধ্য। পানি না দেওয়ার কোনো যুক্তি নেই। পানির ন্যায্য হিস্যা আদায় করতে ভারতকে রাজনৈতিক, সামাজিকভাবে চাপ দিতে হবে।
২ ঘণ্টা আগেমিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিভক্তি, কার্যকর নেতৃত্বের অভাব ও রাখাইনে নিবর্তনমূলক তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না ওঠা তাঁদের প্রত্যাবাসনের ক্ষেত্রে অন্যতম বাধা। এমনটাই মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ।
৪ ঘণ্টা আগেসরকারি পর্যায়ে সামাজিক সুরক্ষা কার্যক্রমের বরাদ্দ করা বাজেটের খুব কমই পায় দরিদ্ররা। বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী, চা শ্রমিক, হিজড়া, বেদে ও ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ যে নগদ অর্থ পায়, তার পরিমাণ খুবই সামান্য। দেখা গেছে, সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাজেটের অর্ধেক বা তারও বেশি সুব
৪ ঘণ্টা আগে