Ajker Patrika

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৭ হত্যা মামলা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১০: ৫৯
শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৭ হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকায় ছয়টি ও গাজীপুরে একটি হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এর মধ্যে একটি মামলায় তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়কে আসামি করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক মন্ত্রীদের নামও এসেছে। এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গতকাল একটি গুমের মামলা হয়েছে পিরোজপুরে। 

যাত্রাবাড়ী থানা এলাকার হানিফ ফ্লাইওভারের ওপর কাজলা টোল প্লাজার পশ্চিম পাশে দাঁড়িয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে ‘ঢাকা টাইমসের’ সাংবাদিক মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন, জাসদ নেতা হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিবিপ্রধান হারুন অর রশীদসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। 

মাতুয়াইলের রায়েরবাগের তিতাস গ্যাস রোডে থাই গ্লাস মিস্ত্রি জিসানের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান, আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জাহাঙ্গীর কবির নানক, সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন সম্রাটসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। 

যাত্রাবাড়ীর শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় টিসিবির পণ্য বিক্রেতা মো. ইউসুফ সানোয়ার পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হক, তাজুল ইসলাম, কুমিল্লার লাকসাম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলীসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

হাতিরঝিলে অটোরিকশাচালক বাবু মোল্লাকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য মো. ওয়াকিল উদ্দিনসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

যাত্রাবাড়ীতে শিক্ষার্থী মো. রাসেল বকাউল নিহতের ঘটনায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক চার কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হারুন অর রশীদ, হাবিবুর রহমান ও বিপ্লব কুমার সরকারকে আসামি করে মামলা হয়েছে। 
ঢাকার সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান, ওবায়দুল কাদেরসহ পুলিশের সাবেক কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাসহ ৪৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। 

গুমের মামলা
পিরোজপুর সদরের দুর্গাপুর থেকে মো. সানি নামে বিএনপির এক কর্মী ১০ বছর আগে গুম হওয়ার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা হয়েছে। এই মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, সাবেক মন্ত্রী শাজাহান খান, র‍্যাবের তৎকালীন মহাপরিচালক মোখলেসুর রহমান,

র‍্যাব-১০-এর তৎকালীন কমান্ডিং অফিসার, র‍্যাব-১০-এর অপর আর চার সদস্যসহ ১৩ জন নামীয় ও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় বলা হয়েছে, র‍্যাব পরিচয়ে সানিকে তুলে নেওয়া হয়েছিল। এখনো তাঁর সন্ধান মেলেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত