নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রয়েছে। এতে করে আজ শুক্রবার থেকে সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ হয়ে গেছে।
দর্শকদের উদ্দেশে কেবল অপারেটরদের দেওয়া একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, সরকারের তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের পর বিজ্ঞাপনযুক্ত কোনো বিদেশি চ্যানেলের সম্প্রচার করা যাবে না। সরকারের নির্দেশনা মোতাবেক কেবল অপারেটররা বিজ্ঞাপন থাকা বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে। এর ফলে সৃষ্ট অসুবিধার জন্য তারা দুঃখিত।
কেবল অপারেটররা জানিয়েছেন, বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন বিদেশি চ্যানেলগুলো থেকে বিজ্ঞাপন কেটে বাদ দিয়ে সম্প্রচার করা সম্ভব নয়। এ কারণে তারা চ্যানেলগুলো দেখানোই বাদ দিয়ে দিয়েছেন।
কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ গণমাধ্যমকে জানান, অনেকে মনে করছেন, কেবল অপারেটররা বুঝি কোনো কারণে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন। কিন্তু বিষয়টি হলো, সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে- এমন বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানো যাবে না। তাই তা তারা দেখানো বন্ধ রেখেছেন।
এর আগে বৃহস্পতিবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, যেসব বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানো হয় সেগুলোতে অনুষ্ঠান সম্প্রচারের সময় কোনো বিজ্ঞাপন দেখানো যাবে না। বারবার বলার পরেও এসব চ্যানেল ক্লিন ফিড না পাঠিয়ে বিজ্ঞাপনসহ দেখাচ্ছে। কোনো বিদেশি চ্যানেলে ক্লিন ফিড না পাঠালে আগামীকাল শুক্রবার থেকে কেবল অপারেটর ও ডাউনলিংক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেবে সরকার।
মন্ত্রী বলেন, ‘আগামীকাল থেকে আমরা সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করব। শুধু ক্লিন ফিড নয়, কোনো কেবল অপারেটর যদি মন্ত্রণালয়ের মাধ্যমে টিভির যে সিরিয়াল করে দেওয়া হয়েছে সেটার যদি ব্যত্যয় করে, কোনো কেবল অপারেটর যদি আইন ভঙ্গ করে বিজ্ঞাপন দেখায়, অনুষ্ঠান প্রদর্শন করে, ক্লিনফিড যদি দেখানো না হয় কিংবা আইনের ব্যত্যয় ঘটায় সেটি কেবল অপারেটর ও যারা ডাউনলিংকের পারমিশন পেয়েছে তাদের ওপর আইন ভঙ্গের দায় বর্তাবে। এ জন্য মোবাইল কোর্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’
তথ্যমন্ত্রী বলেন, ক্লিন ফিড না দেখালে ১ অক্টোবর থেকে যে আইন প্রয়োগ করা হবে তা গত অক্টোবর মাসে সভা করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছিল। দিনের পর দিন তারা সময় নেবে, সময় ক্ষেপণ করবে এটা হয় না। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীকেও বলে এসেছি ১ অক্টোবর থেকে আমরা ক্নিনফিড দেখানোর বিষয়টি কার্যকর করব।
বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রয়েছে। এতে করে আজ শুক্রবার থেকে সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ হয়ে গেছে।
দর্শকদের উদ্দেশে কেবল অপারেটরদের দেওয়া একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, সরকারের তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের পর বিজ্ঞাপনযুক্ত কোনো বিদেশি চ্যানেলের সম্প্রচার করা যাবে না। সরকারের নির্দেশনা মোতাবেক কেবল অপারেটররা বিজ্ঞাপন থাকা বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে। এর ফলে সৃষ্ট অসুবিধার জন্য তারা দুঃখিত।
কেবল অপারেটররা জানিয়েছেন, বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন বিদেশি চ্যানেলগুলো থেকে বিজ্ঞাপন কেটে বাদ দিয়ে সম্প্রচার করা সম্ভব নয়। এ কারণে তারা চ্যানেলগুলো দেখানোই বাদ দিয়ে দিয়েছেন।
কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ গণমাধ্যমকে জানান, অনেকে মনে করছেন, কেবল অপারেটররা বুঝি কোনো কারণে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন। কিন্তু বিষয়টি হলো, সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে- এমন বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানো যাবে না। তাই তা তারা দেখানো বন্ধ রেখেছেন।
এর আগে বৃহস্পতিবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, যেসব বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানো হয় সেগুলোতে অনুষ্ঠান সম্প্রচারের সময় কোনো বিজ্ঞাপন দেখানো যাবে না। বারবার বলার পরেও এসব চ্যানেল ক্লিন ফিড না পাঠিয়ে বিজ্ঞাপনসহ দেখাচ্ছে। কোনো বিদেশি চ্যানেলে ক্লিন ফিড না পাঠালে আগামীকাল শুক্রবার থেকে কেবল অপারেটর ও ডাউনলিংক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেবে সরকার।
মন্ত্রী বলেন, ‘আগামীকাল থেকে আমরা সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করব। শুধু ক্লিন ফিড নয়, কোনো কেবল অপারেটর যদি মন্ত্রণালয়ের মাধ্যমে টিভির যে সিরিয়াল করে দেওয়া হয়েছে সেটার যদি ব্যত্যয় করে, কোনো কেবল অপারেটর যদি আইন ভঙ্গ করে বিজ্ঞাপন দেখায়, অনুষ্ঠান প্রদর্শন করে, ক্লিনফিড যদি দেখানো না হয় কিংবা আইনের ব্যত্যয় ঘটায় সেটি কেবল অপারেটর ও যারা ডাউনলিংকের পারমিশন পেয়েছে তাদের ওপর আইন ভঙ্গের দায় বর্তাবে। এ জন্য মোবাইল কোর্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’
তথ্যমন্ত্রী বলেন, ক্লিন ফিড না দেখালে ১ অক্টোবর থেকে যে আইন প্রয়োগ করা হবে তা গত অক্টোবর মাসে সভা করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছিল। দিনের পর দিন তারা সময় নেবে, সময় ক্ষেপণ করবে এটা হয় না। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীকেও বলে এসেছি ১ অক্টোবর থেকে আমরা ক্নিনফিড দেখানোর বিষয়টি কার্যকর করব।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মধ্য আফ্রিকার দেশটির চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাপ্রধানকে সম্মানসূচক এ পদক দেওয়া হয়েছে।
৪১ মিনিট আগেভ্রমণ কর জালিয়াতির অভিযোগে আজ বৃহস্পতিবার যশোরের বেনাপোল বন্দরে আটক হয়েছেন ছয় ভারতীয় পাসপোর্টধারী। তবে পরবর্তীকালে আর এ ধরনের অপরাধ করবেন না—এমন মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে বেনাপোল পোর্ট থানার পুলিশ ছয়জনকে আটক করে কাস্টমসের কাছে সোপর্দ করে।
২ ঘণ্টা আগেনারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শ্রম ইস্যুতে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা...
৩ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানীসহ আট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেবে সরকার। সরকারের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য জানিয়েছে। ২০২৫ সালের সর্বোচ্চ রাষ্ট্রীয় এই পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
৩ ঘণ্টা আগে