কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলছে সরকার, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপিসহ প্রায় সব অংশীজন। তবে সরকার এ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের নজরদারিকে ভালোভাবে নিচ্ছে না। কোনোরকম রাখঢাক না রেখে আজ শনিবার সরকারের ভাবনার এ দিকটি প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ভোটের দিনগুলোয় কেন্দ্রে কেন্দ্রে বিদেশি পর্যবেক্ষক থাকবে কি থাকবে না, সে বিষয়টিকে সরকার গুরুত্ব দিচ্ছে না, এমন ইঙ্গিত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুনিয়ার বড় বড় দেশে নির্বাচন দেখার জন্য কোনো পর্যবেক্ষক যায় না। আমাদের দেশে পর্যবেক্ষক এল কি এল না, এতে কিছু যায় আসে?’
রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য এমন সময় করলেন, যখন ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচনের সময় পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না, তা খতিয়ে দেখার অংশ হিসেবে একটি অগ্রবর্তী দল ঢাকায় পাঠাচ্ছে। ইইউ প্রতিনিধি-দলটির দুই সপ্তাহের জন্য শনিবারই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিদেশি পর্যবেক্ষক যদি আসতে চায়, তবে সরকারের আপত্তি নেই, এমন দাবি করে মন্ত্রী বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষক এলে ভালো। কিন্তু না এলে আমরা পরোয়া করি না।’
নির্বাচনে পর্যবেক্ষক না এলে দেশের কোনো ক্ষতি হবে না বলে মনে করেন মোমেন। তিনি বলেন, বিদেশিদের এনে নির্বাচন দেখানোর একটি সংস্কৃতি দাঁড়িয়েছে দেশে। এটি একটি বাড়তি কাজ হচ্ছে। এটি বন্ধ করা উচিত।
নির্বাচন সামনে রেখে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ অনুষ্ঠানের সম্ভাবনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভালো বলতে পারবেন। তবে সংলাপের মাধ্যমে খুব একটা অর্জন হয়েছে, এমন ধারণা নেই বলে জানান তিনি।
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর অবস্থানের বিরোধিতা করে রাশিয়া যে বক্তব্য দিয়েছে, সে প্রসঙ্গে মোমেন বলেন, এটা তাদের বক্তব্য। এ নিয়ে বাংলাদেশ সরকারের কিছু বলার নেই।
চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, কিছু মানুষ মনে করে সরকার চীনের দিক ঝুঁকছে। আসলে সরকার কোনো দিকেই যাচ্ছে না। তিনি বলেন, ‘আমরা কারও লেজুড় নই…আমরা চীনের লেজুড় নই।’
নির্বাচনের আগে সরকারের পদত্যাগের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নে মোমেন বলেন, এগুলো অনর্থক আলোচনা। মন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, ‘যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে প্রেসিডেন্ট পদত্যাগ করেন? ইংল্যান্ডে নির্বাচনের আগে কি প্রধানমন্ত্রী সরে দাঁড়ান? দুনিয়ার কোথাও কি তত্ত্বাবধায়কব্যবস্থা আছে?’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলছে সরকার, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপিসহ প্রায় সব অংশীজন। তবে সরকার এ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের নজরদারিকে ভালোভাবে নিচ্ছে না। কোনোরকম রাখঢাক না রেখে আজ শনিবার সরকারের ভাবনার এ দিকটি প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ভোটের দিনগুলোয় কেন্দ্রে কেন্দ্রে বিদেশি পর্যবেক্ষক থাকবে কি থাকবে না, সে বিষয়টিকে সরকার গুরুত্ব দিচ্ছে না, এমন ইঙ্গিত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুনিয়ার বড় বড় দেশে নির্বাচন দেখার জন্য কোনো পর্যবেক্ষক যায় না। আমাদের দেশে পর্যবেক্ষক এল কি এল না, এতে কিছু যায় আসে?’
রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য এমন সময় করলেন, যখন ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচনের সময় পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না, তা খতিয়ে দেখার অংশ হিসেবে একটি অগ্রবর্তী দল ঢাকায় পাঠাচ্ছে। ইইউ প্রতিনিধি-দলটির দুই সপ্তাহের জন্য শনিবারই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিদেশি পর্যবেক্ষক যদি আসতে চায়, তবে সরকারের আপত্তি নেই, এমন দাবি করে মন্ত্রী বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষক এলে ভালো। কিন্তু না এলে আমরা পরোয়া করি না।’
নির্বাচনে পর্যবেক্ষক না এলে দেশের কোনো ক্ষতি হবে না বলে মনে করেন মোমেন। তিনি বলেন, বিদেশিদের এনে নির্বাচন দেখানোর একটি সংস্কৃতি দাঁড়িয়েছে দেশে। এটি একটি বাড়তি কাজ হচ্ছে। এটি বন্ধ করা উচিত।
নির্বাচন সামনে রেখে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ অনুষ্ঠানের সম্ভাবনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভালো বলতে পারবেন। তবে সংলাপের মাধ্যমে খুব একটা অর্জন হয়েছে, এমন ধারণা নেই বলে জানান তিনি।
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর অবস্থানের বিরোধিতা করে রাশিয়া যে বক্তব্য দিয়েছে, সে প্রসঙ্গে মোমেন বলেন, এটা তাদের বক্তব্য। এ নিয়ে বাংলাদেশ সরকারের কিছু বলার নেই।
চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, কিছু মানুষ মনে করে সরকার চীনের দিক ঝুঁকছে। আসলে সরকার কোনো দিকেই যাচ্ছে না। তিনি বলেন, ‘আমরা কারও লেজুড় নই…আমরা চীনের লেজুড় নই।’
নির্বাচনের আগে সরকারের পদত্যাগের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নে মোমেন বলেন, এগুলো অনর্থক আলোচনা। মন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, ‘যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে প্রেসিডেন্ট পদত্যাগ করেন? ইংল্যান্ডে নির্বাচনের আগে কি প্রধানমন্ত্রী সরে দাঁড়ান? দুনিয়ার কোথাও কি তত্ত্বাবধায়কব্যবস্থা আছে?’
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আশা করছেন এই বছরের মধ্যে বিদেশ থেকে বিপুল পরিমাণ পাচারকৃত অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব পাচারকৃত হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবো। এই জন্য আমরা সংশ্লিষ্ট দেশগুলোর সাথে চুক্তি স্বাক্ষর করব।
১২ মিনিট আগেসিন্ডিকেট করে মালয়েশিয়া শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত ১ হাজার ১২৮ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ১২টি রিক্রুটিং এজেন্সির ৩২ জনের মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগেভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এবং সরকারি যানবাহন অধিদপ্তরে শীর্ষ পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। মো. সাইদুর রহমানকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, নুজহাত ইয়াসমিনকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান এবং আহমেদ ফয়সাল ইমামকে সরকারি যানবাহন অধিদপ্তর
১ ঘণ্টা আগেগাজপ্রম ২০১২ সাল থেকে বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে কাজ করছে। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি ভোলায় পাঁচটি নতুন কূপ চিহ্নিত করে। এসব কূপ খননের প্রস্তুতির জন্য গাজপ্রমকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং ভবিষ্যৎ সহযোগিতার জন্য উন্মুক্ত রয়েছে...
১ ঘণ্টা আগে