অনলাইন ডেস্ক
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের শুনানি চলছে। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি হয়।
খালেদা জিয়ার পক্ষে শুনানি শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।
বুধবার খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
শুনানিতে জয়নুল আবেদীন বলেন, এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো এভিডেন্স, কোনো আলামত ছিল না। তিনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন—এ কথা বলে এত বছর তাঁকে অপদস্থ করা হয়েছে। তিনি শুধু কারাগারেই ছিলেন না, চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি। পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি। জয়নুল আবেদীন আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিলের আবেদন জানান।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। তিনিও আপিল মঞ্জুরের আবেদন জানান।
গত মঙ্গলবার আপিলের শুনানি শুরু হয়। এই মামলার রায়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। এই রায়ের বিরুদ্ধে তিনি এবং সাজা বাড়াতে দুদক হাইকোর্টে আপিল করে। শুনানি শেষে ওই বছরের ৩০ অক্টোবর হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছর করেন। এই রায়ের বিরুদ্ধে তাঁর করা লিভ টু আপিল গত ১১ নভেম্বর মঞ্জুর হয়। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ।
এতিমদের সহায়তার জন্য বিদেশ থেকে পাঠানো ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই এই মামলা করে দুদক।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের শুনানি চলছে। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি হয়।
খালেদা জিয়ার পক্ষে শুনানি শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।
বুধবার খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
শুনানিতে জয়নুল আবেদীন বলেন, এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো এভিডেন্স, কোনো আলামত ছিল না। তিনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন—এ কথা বলে এত বছর তাঁকে অপদস্থ করা হয়েছে। তিনি শুধু কারাগারেই ছিলেন না, চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি। পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি। জয়নুল আবেদীন আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিলের আবেদন জানান।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। তিনিও আপিল মঞ্জুরের আবেদন জানান।
গত মঙ্গলবার আপিলের শুনানি শুরু হয়। এই মামলার রায়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। এই রায়ের বিরুদ্ধে তিনি এবং সাজা বাড়াতে দুদক হাইকোর্টে আপিল করে। শুনানি শেষে ওই বছরের ৩০ অক্টোবর হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছর করেন। এই রায়ের বিরুদ্ধে তাঁর করা লিভ টু আপিল গত ১১ নভেম্বর মঞ্জুর হয়। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ।
এতিমদের সহায়তার জন্য বিদেশ থেকে পাঠানো ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই এই মামলা করে দুদক।
রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করতে কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আজ শুক্রবার দুপুর ১২টা ৪৮ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে তাঁদের বহনকারী বিমানের চার্টার্ড ফ্লাইট।
৮ মিনিট আগেঈদে বাড়ি ফিরতে সকাল থেকে যাত্রীরা নেমে পড়েছেন অনলাইনে টিকিট কাটতে। আজ শুক্রবার ২৪ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। সাড়ে ৮টার মধ্যেই রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইটে টিকিট কাটার জন্য ২০ লাখ হিট হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ বাস-ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার সকাল থেকে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাসের অগ্রিম টিকিটের ক্ষেত্রে যাত্রীদের চাহিদা বেশি দেখা গেছে চার দিনের টিকিটের জন্য। অধিকাংশ যাত্রী ২৫ মার্চ বিকেলের, ২৬ মার্চ সারাদিন, ২৭ ও ২৮ মার্চের...
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ শুক্রবার সকাল ৯টার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে