Ajker Patrika

সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করতে ডিসিদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৭: ০৪
সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করতে ডিসিদের নির্দেশ

করোনার নতুন ধরন ওমিক্রনের প্রকোপ বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বুধবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধিবেশনে ডিসিদের এই নির্দেশনা দেওয়া হয়। 

অধিবেশন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম বলেন, ‘ওমিক্রন খুব বেশি ছড়াচ্ছে। করোনা মহামারির মধ্যে ডিসিরা আগে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগের মতো এখনো সর্বোচ্চ সতর্ক থেকে, স্বাস্থ্যবিধি মেনে জেলা পর্যায়ে যাতে সকল কার্যক্রম পরিচালিত হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ডিসিদের বলা হয়েছে।’ 

বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জন্য হাসপাতাল করতে তিনটি বিভাগ থেকে প্রস্তাব এসেছে জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন, ‘বিভাগীয় পর্যায়ে হাসপাতাল নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। আমরা এটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি, কার্যক্রম চলমান আছে।’ 

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রশাসনের কর্মকর্তারাও জাতিসংঘের শান্তি মিশনে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন। এ বিষয়ে জনপ্রশাসন সচিব বলেন, ইউএন মিশনের বিষয়টি নির্ভর করে যে দেশে ইউএন মিশন যাবে এবং সেখানে ইউএন এর তরফ থেকে চাহিদার ওপর ভিত্তি করে। যেসব দেশের লোকজন ইউএন মিশনে বেশি কাজ করে, সেসব দেশের লোকজন এই সুযোগ-সুবিধাগুলো পান। যাতে করে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে পেতে পারি সে জন্য ইউএন-এ আমাদের স্থায়ী প্রতিনিধি এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পত্র দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। 

জনপ্রশাসন সচিব বলেন, পরিকল্পনা উন্নয়ন শাখা গঠনে আইএমইডি অনুরোধ জানিয়েছে। তাদের যেহেতু জেলা পর্যায়ে অফিস নেই, তাদের পক্ষে ডিসিরা যাতে এই কার্যক্রম মনিটর করেন, সে জন্য একটি শাখা গঠন করার জন্য ডিসিদের বলা হয়েছে। বর্তমান জনবল কাঠামো দিয়েই একটি শাখা গঠনের জন্য ডিসিদের অনুরোধ করেছি। 

‘আইএমইডি থেকে প্রস্তাব আছে, যতদিন পর্যন্ত তাদের জনবল না থাকে তত দিন পর্যন্ত ডিসিদের মাধ্যমে আপাতত মনিটরিং কার্যক্রম করার জন্য। সে জন্য সেখানে যে জনবল আছে তাদের নিয়ে একটি শাখা গঠনের জন্য প্রস্তাব করেছিল।’ 

পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান মঙ্গলবার ডিসিদের সঙ্গে বৈঠক শেষে বলেছিলেন, বিভাগীয় পর্যায়ে আইএমইডি কার্যালয় স্থাপনে দীর্ঘদিন ধরে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে একটি ফাইল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এ বিষয়ে সচিব বলেন, ‘হয়তো পেনডিং আছে, পর্যালোচনা করে দেখব।’ 

তৃতীয় শ্রেণির সব ধরনের পদে নিয়োগের জন্য সিলেকশন বোর্ড গঠন করা আছে জানিয়ে আলী আজম বলেন, কোনো বিভাগের কেন্দ্রীয় পর্যায়ের নিয়োগ ছাড়া আঞ্চলিক পর্যায়ে তৃতীয় শ্রেণির নিয়োগ বিভাগীয় সিলেকশন বোর্ড করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত