Ajker Patrika

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে ওয়াশিংটন পোস্টে নিবন্ধ প্রকাশ

বাসস
আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৯: ৪০
শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে ওয়াশিংটন পোস্টে নিবন্ধ প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। নিবন্ধে শিক্ষার সম্প্রসারণ ও দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য সাফল্যের পাশাপাশি নারীর ক্ষমতায়নে তাঁর অক্লান্ত প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে।

সম্প্রতি নর্দার্ন ভার্জিনিয়ার হোটেল রিটজ-কার্লটনের বলরুমে নেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে নিবন্ধটি লিখেছেন কলামিস্ট পেটুলা ডভোরাক। নিবন্ধটি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে সোমবার (৩ সেপ্টেম্বর)।

নিবন্ধে আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠ নেতৃত্বের পাশাপাশি বিশ্বদরবারে বাংলাদেশকে একটি সম্মানজনক স্থানে নিয়ে আসার জন্য শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করা হয়েছে। 

‘দিস প্রাইম মিনিস্টার লাফড অ্যাট দ্য মিম শি ইন্সপায়ার্ড: ডিসপাইট বিইং অ্যা ওম্যান’ শিরোনামে প্রকাশিত নিবন্ধটিতে কলামিস্ট শুরুতেই লিখেছেন, ‘তিনি তাঁর ছয় বছর বয়সী মেয়েকে উঁচু করে তুলে ধরেছেন, রিটজ কার্লটন হোটেলের বলরুমে কালো রঙের স্যুট পরিহিত পুরুষদের ভিড়ে ছোট্ট মেয়েটির গোলাপি পোশাকটি চোখে পড়ছিল। আমি “তাকে প্রধানমন্ত্রীকে দেখাতে চাই” বলছিলেন আবদুল্লাহ নিয়ামি। নর্দার্ন ভার্জিনিয়ায় প্রথম শ্রেণিতে পড়ুয়া মেয়ে জোয়াকে তিনি গত সপ্তাহে এমন একজন নারী সরকারপ্রধানকে দেখানোর জন্য নিয়ে আসেন, যা আমেরিকায় সচরাচর দেখা যায় না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান এবং নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া শেষে অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে নর্দার্ন ভার্জিনিয়ার রিটজ হোটেলে অবস্থান করেন। সেখানে তিনি ‘শান্তি প্রতিষ্ঠায় বিশ্বসম্প্রদায়ের বিবেক জাগ্রত করার’ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তাঁর ৭৬তম জন্মদিন যুক্তরাষ্ট্রে বসবাসরত তাঁর ছেলে ও ১৬ বছর বয়সী নাতনির সঙ্গে উদ্‌যাপন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত