নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মহামারির মধ্যে রাজনৈতিক সমাবেশ ও বিনোদকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে না চলায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে মানুষ মাস্ক না পরেই ভিড় করছে, রাজনৈতিক সমাবেশেও মাস্ক পরছেন না। এতে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশসহ বিশ্বের ৯০টি দেশে ওমিক্রন ছড়িয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ মাস্ক পরছে না এবং স্বাস্থ্যবিধি মানছে না। এ জন্য ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার। সারা দেশের মানুষ যাতে আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলে—এ জন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এবারের বিজয় দিবসের ছুটির সঙ্গে দুই দিন সরকারি ছুটি পড়ায় বিনোদনকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। করোনার কারণে এখন বিধিনিষেধ মেনে চলার বিষয়টিও কম। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি ঢাকায় শোভাযাত্রা করেছে। এসব দলীয় কর্মসূচিতে হাজার হাজার মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই অংশ নিয়েছেন।
এদিকে সবাইকে করোনার বুস্টার ডোজ দিতে সুরক্ষা অ্যাপ হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এখন সীমিত আকারে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ৬০ বছরের ওপরে যাদের বয়স এবং ফ্রন্টলাইনাররা এখন থেকেই তাদের দুই ডোজের টিকার কার্ড নিয়ে গেলে বুস্টার ডোজ দিতে পারবেন। এ মাসের শেষের দিকে অ্যাপসের মাধ্যমে বুস্টার ডোজ দেওয়া শুরু করা হবে, আইসিটি বিভাগ এ বিষয়ে কাজ করছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ হয়েছে। এখন যে সংক্রমণ কমে গেছে, এটা ধরে রাখতে হবে। সব হাসপাতালে এখন অক্সিজেন সাপোর্ট আছে। ১২ থেকে ১৩ কোটি মানুষকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে সরকারের। এখন পর্যন্ত ৩৫ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে। সাত কোটি মানুষ প্রথম ডোজ এবং সাড়ে চার কোটি মানুষ করোনার দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬০ শতাংশ মানুষকে আর ৩৫ শতাংশ মানুষকে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ।
মহামারির মধ্যে রাজনৈতিক সমাবেশ ও বিনোদকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে না চলায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে মানুষ মাস্ক না পরেই ভিড় করছে, রাজনৈতিক সমাবেশেও মাস্ক পরছেন না। এতে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশসহ বিশ্বের ৯০টি দেশে ওমিক্রন ছড়িয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ মাস্ক পরছে না এবং স্বাস্থ্যবিধি মানছে না। এ জন্য ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার। সারা দেশের মানুষ যাতে আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলে—এ জন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এবারের বিজয় দিবসের ছুটির সঙ্গে দুই দিন সরকারি ছুটি পড়ায় বিনোদনকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। করোনার কারণে এখন বিধিনিষেধ মেনে চলার বিষয়টিও কম। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি ঢাকায় শোভাযাত্রা করেছে। এসব দলীয় কর্মসূচিতে হাজার হাজার মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই অংশ নিয়েছেন।
এদিকে সবাইকে করোনার বুস্টার ডোজ দিতে সুরক্ষা অ্যাপ হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এখন সীমিত আকারে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ৬০ বছরের ওপরে যাদের বয়স এবং ফ্রন্টলাইনাররা এখন থেকেই তাদের দুই ডোজের টিকার কার্ড নিয়ে গেলে বুস্টার ডোজ দিতে পারবেন। এ মাসের শেষের দিকে অ্যাপসের মাধ্যমে বুস্টার ডোজ দেওয়া শুরু করা হবে, আইসিটি বিভাগ এ বিষয়ে কাজ করছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ হয়েছে। এখন যে সংক্রমণ কমে গেছে, এটা ধরে রাখতে হবে। সব হাসপাতালে এখন অক্সিজেন সাপোর্ট আছে। ১২ থেকে ১৩ কোটি মানুষকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে সরকারের। এখন পর্যন্ত ৩৫ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে। সাত কোটি মানুষ প্রথম ডোজ এবং সাড়ে চার কোটি মানুষ করোনার দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬০ শতাংশ মানুষকে আর ৩৫ শতাংশ মানুষকে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ।
এবারে ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ ও নরসিংদীর ১৩ পয়েন্ট। প্রতিবছর ঈদযাত্রায় এসব পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়তে হয় ঘরমুখো মানুষদের। এবারও সেই আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহনচালকেরা। তবে হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে অতিরিক্ত জনবল নিয়োগ, অবৈ
৩ ঘণ্টা আগেশেখ হাসিনার পতন ঘটানো জুলাই আন্দোলনের শুরুটা হয়েছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে। এই আন্দোলনে প্রথম হামলা ও নিপীড়নের শুরুটাও হয় বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনকারীদের ওপর এসব হামলায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। পাশাপাশি হামলায় উসকানি দেওয়া শিক্ষকেরাও শাস্তি পেতে যাচ্
৫ ঘণ্টা আগেনারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক ‘তড়িঘড়ি করে’ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি গতকাল মঙ্গলবার নিজের সংগঠন নারীপক্ষ বাংলাদেশের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ উদ্বেগ জানান...
৭ ঘণ্টা আগেবাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশে দেশে ফ্যাসিস্ট, সাম্প্রদায়িক তৎপরতা, শিক্ষার্থী নিপীড়ন ও সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতাহানি হচ্ছে উল্লেখ করে প্রতিরোধের লক্ষ্যে দক্ষিণ এশিয়াব্যাপী ঐক্যবদ্ধ লড়াই এবং জনমৈত্রী গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ১১৭ জন নাগরিক। আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিবৃতি
৭ ঘণ্টা আগে